গল্প ৬২
দায়ূদের ঘরে অশান্তি
দায়ূদ যিরূশালেমে শাসন শুরু করার পর যিহোবা দায়ূদের সেনাবাহিনীকে তাদের শত্রুদের বিরুদ্ধে অনেক যুদ্ধে বিজয়ী করেন। যিহোবা ইস্রায়েলীয়দেরকে কনান দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর এখন, যিহোবার সাহায্যে অবশেষে সেই প্রতিজ্ঞাত দেশের সমস্ত অঞ্চল তাদের হয়ে গিয়েছে।
দায়ূদ একজন ভালো শাসক। তিনি যিহোবাকে ভালোবাসেন। তাই, যিরূশালেম জয় করার পর তিনি সবচেয়ে প্রথমে যে-কাজটা করেন, তা হল যিহোবার নিয়ম-সিন্দুক সেখানে নিয়ে আসেন। আর তিনি একটা মন্দির তৈরি করতে চান, যেখানে তিনি এই নিয়ম-সিন্দুকটা রাখবেন।
দায়ূদের বয়স যখন আরও বাড়ে, তখন তিনি একটা বিরাট ভুল করে ফেলেন। দায়ূদ জানতেন যে, অন্য কারো জিনিস নেওয়া অন্যায়। কিন্তু একদিন সন্ধ্যা বেলা, তিনি যখন তার রাজপ্রাসাদের ছাদে ছিলেন, তখন তিনি নীচে তাকিয়ে খুবই সুন্দরী একজন মহিলাকে দেখতে পান। তার নাম বৎশেবা আর তার স্বামী ঊরিয় হলেন দায়ূদের একজন সৈন্য।
দায়ূদ বৎশেবাকে পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে পড়েন যে, তিনি তাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসেন। বৎশেবার স্বামী তখন দূরে যুদ্ধ করছিল। দায়ূদ তার সঙ্গে শয়ন করেন আর পরে বৎশেবা বুঝতে পারেন যে, তার সন্তান হতে যাচ্ছে। দায়ূদ খুবই চিন্তিত হয়ে পড়েন আর তাই তিনি তার সেনাপতি যোয়াবকে এই বলে পাঠান, ঊরিয়কে যেন যুদ্ধক্ষেত্রের সামনে এমন জায়গায় রাখা হয়, যেখানে তিনি মারা যাবেন। ঊরিয় যখন মারা যান, তখন দায়ূদ বৎশেবাকে বিয়ে করেন।
যিহোবা দায়ূদের ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হন। তাই, তিনি তাঁর দাস নাথনকে দায়ূদের কাছে তার পাপ সম্বন্ধে বলতে পাঠান। তুমি এখানে নাথনকে দায়ূদের সঙ্গে কথা বলতে দেখতে পাচ্ছ। দায়ূদ যা করেছেন, সেটার জন্য দায়ূদ খুবই দুঃখিত হন আর তাই যিহোবা তাকে মৃত্যুদণ্ড দেন না। কিন্তু, যিহোবা বলেন: ‘তুমি যেহেতু এই মন্দ কাজগুলো করেছ, তাই তোমার ঘরে অনেক অশান্তি হবে।’ আর তাই দায়ূদকে কত অশান্তিই-না ভোগ করতে হয়!
প্রথমে, বৎশেবার ছেলে মারা যায়। পরে, দায়ূদের সবচেয়ে বড়ো ছেলে অম্নোন তার বোন তামরকে একা পেয়ে জোর করে তার সঙ্গে শয়ন করেন। দায়ূদের ছেলে অবশালোম এতে এতটাই রেগে যান যে, তিনি অম্নোনকে মেরে ফেলেন। এরপর, অবশালোম অনেক লোকের মন জয় করেন আর নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। অবশেষে, দায়ূদ অবশালোমের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন আর অবশালোম মারা যান। হ্যাঁ, দায়ূদকে অনেক অশান্তি ভোগ করতে হয়।
এইসব ঘটনার মধ্যে, বৎশেবার একটি ছেলে হয়, যার নাম শলোমন। দায়ূদ যখন বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়েন, তখন তার ছেলে আদোনিয় রাজা হওয়ার চেষ্টা করেন। তাই, দায়ূদ সাদোক নামে একজন যাজককে দিয়ে শলোমনের মাথায় তেল ঢালেন, এই বিষয়টা দেখানোর জন্য যে, শলোমন রাজা হবেন। এর অল্পসময় পরেই সত্তর বছর বয়সে দায়ূদ মারা যান। তিনি চল্লিশ বছর ধরে শাসন করেছেন কিন্তু এখন, শলোমন হচ্ছেন ইস্রায়েলের রাজা।