গল্প ৫৬
শৌল—ইস্রায়েলের প্রথম রাজা
দেখো, শমূয়েল লোকটির মাথায় তেল ঢালছেন। একজন ব্যক্তিকে যে রাজা হিসেবে মনোনীত করা হয়েছে, তা দেখানোর জন্য তারা এমনটা করত। যিহোবাই শমূয়েলকে শৌলের মাথায় তেল ঢালতে বলেছেন। এটা একটা বিশেষ ধরনের সুগন্ধি তেল।
শৌল নিজেকে রাজা হওয়ার যোগ্য বলে মনে করেননি। ‘আমি ইস্রায়েলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বংশের সদস্য,’ তিনি শমূয়েলকে বলেন। ‘কেন আপনি বলছেন যে, আমি রাজা হব?’ যিহোবা শৌলকে পছন্দ করেন কারণ তিনি নিজেকে অনেক বড়ো এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করেন না। এই কারণে তিনি তাকে রাজা হিসেবে মনোনীত করেন।
কিন্তু, শৌল কোনো দরিদ্র ঘরের কিংবা ছোটোখাটো ব্যক্তি ছিলেন না। তিনি এক ধনী পরিবারের সদস্য আর তিনি দেখতে খুবই সুদর্শন ও লম্বা। তিনি ইস্রায়েলের যেকোনো ব্যক্তির চেয়ে প্রায় এক ফুট বেশি লম্বা! এ ছাড়া, শৌল খুব ভালো একজন দৌড়বিদ এবং তিনি অনেক শক্তিশালী। যিহোবা শৌলকে রাজা হওয়ার জন্য মনোনীত করেছেন বলে লোকেরা খুব আনন্দিত হয়। তারা সকলে চিৎকার করে বলে: ‘রাজা দীর্ঘজীবী হোন!’
ইস্রায়েলের শত্রুরা বরাবরের মতোই বলবান। তারা এখনও ইস্রায়েলীয়দের অনেক কষ্ট দিয়ে থাকে। শৌলকে রাজা করার অল্পসময় পরেই, অম্মোনীয়রা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে। কিন্তু, শৌল একটা বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং তিনি অম্মোনীয়দের ওপর বিজয় লাভ করেন। এই কারণে, শৌলকে তাদের রাজা হিসেবে পেয়ে লোকেরা অনেক খুশি হয়।
যতই বছর গড়িয়ে যেতে থাকে, শৌল ইস্রায়েলীয়দেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে অনেক বিজয়ে নেতৃত্ব দিয়ে চলেন। শৌলের একজন সাহসী ছেলে রয়েছে, যার নাম যোনাথন। আর যোনাথন ইস্রায়েলীয়দের অনেক যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন। পলেষ্টীয়রা এখনও ইস্রায়েলীয়দের চরম শত্রু। একদিন, ইস্রায়েলীয়দের বিরুদ্ধে হাজার হাজার পলেষ্টীয় যুদ্ধ করার জন্য আসে।
শমূয়েল সেই সময় পর্যন্ত শৌলকে অপেক্ষা করতে বলেন, যতক্ষণ পর্যন্ত না তিনি এসে যিহোবার উদ্দেশে একটা বলি বা উপহার উৎসর্গ করেন। কিন্তু, শমূয়েলের আসতে দেরি হয়ে যায়। শৌল ভয় পেয়ে যান যে, পলেষ্টীয়রা যুদ্ধ শুরু করে দেবে আর তাই তিনি এগিয়ে গিয়ে নিজেই বলি উৎসর্গ করেন। অবশেষে যখন শমূয়েল আসেন, তখন তিনি শৌলকে বলেন যে, তিনি অবাধ্য হয়েছেন। ‘যিহোবা ইস্রায়েলের ওপর রাজা হওয়ার জন্য আরেকজন ব্যক্তিকে মনোনীত করবেন,’ শমূয়েল বলেন।
পরে শৌল আবারও অবাধ্য হন। তাই, শমূয়েল তাকে বলেন: ‘যিহোবাকে সবচেয়ে উত্তম মেষ উপহার দেওয়ার চেয়ে বরং তাঁর বাধ্য হওয়া আরও ভালো। যেহেতু তুমি যিহোবার বাধ্য হওনি, তাই যিহোবা তোমাকে আর ইস্রায়েলের রাজা হিসেবে রাখবেন না।’
আমরা এখান থেকে খুব ভালো একটা শিক্ষা লাভ করতে পারি। এটা আমাদের দেখায় যে, সবসময় যিহোবার বাধ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ। এ ছাড়া, এটা দেখায় যে, শৌলের মতো একজন ভালো ব্যক্তিও পরিবর্তিত হয়ে মন্দ ব্যক্তি হয়ে যেতে পারেন। আমরা কখনো এইরকম মন্দ হতে চাই না। তাই না?