সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?

কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?

অধ্যায় ৮

কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?

“আমি যখন রেগে যাই, তখন আমার এমন কারো প্রয়োজন হয়, যার কাছে আমি আমার রাগ উগরে দিতে পারি। আমি যখন দুঃখের মধ্যে থাকি, তখনও আমার এমন কারো প্রয়োজন হয়, যে আমাকে বলবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আবার আমি যখন খুশি থাকি, তখনও আমি আমার আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার সব সময় বন্ধুর প্রয়োজন।”—ব্রিটনি।

এমনটা বলা হয়ে থাকে, ছোটো ছেলে-মেয়েদের খেলার সঙ্গী দরকার আর প্রাপ্তবয়স্কদের বন্ধুবান্ধব। এদের মধ্যে পার্থক্য কী?

একজন খেলার সঙ্গী তোমাকে সঙ্গ দেয়।

একজন বন্ধু তোমার পছন্দ-অপছন্দের অংশী হয়।

এ ছাড়া বাইবেল বলে, “বন্ধু সর্ব্বসময়ে প্রেম করে, ভ্রাতা দুর্দ্দশার [“দুর্দশার সময়ে সাহায্য করবার,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন] জন্য জন্মে।” (হিতোপদেশ ১৭:১৭) এখানে সম্ভবত এমন গভীর বন্ধুত্বের কথা বলা হয়েছে, যেটা তোমার ছেলেবেলার বন্ধুত্বের চেয়ে আরও বেশি কিছু!

বাস্তব বিষয়: যখন তুমি প্রাপ্তবয়স্ক হচ্ছ, তখন তোমার এমন বন্ধুবান্ধবের প্রয়োজন

১. যাদের মধ্যে অপূর্ব গুণাবলি রয়েছে

২. যারা প্রশংসনীয়ভাবে জীবনযাপন করে

৩. যাদের ইতিবাচক মনোভাব তোমাকে প্রভাবিত করে

প্রশ্ন: তুমি কীভাবে সেই বন্ধুদের খুঁজে বের করতে পার, যাদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে? এসো, আমরা এক এক করে তা দেখি।

বন্ধুত্ব গড়ে তোলার বিষয় #১ অপূর্ব গুণাবলি

তোমার যা জানা উচিত। যারা তোমার বন্ধু বলে দাবি করে, তারা সবাই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। বাইবেল এমনকী বলে, “যাহার অনেক বন্ধু, তাহার সর্ব্বনাশ হয়।” (হিতোপদেশ ১৮:২৪) শুনে মনে হতে পারে, এখানে একটু বাড়িয়ে বলা হয়েছে। কিন্তু বিবেচনা করে দেখো, তোমার কি এমন কোনো “বন্ধু” ছিল, যে শুধু তোমার সুযোগের সদ্‌ব্যবহার করেছে? তাদের সম্বন্ধে কী বলা যায়, যারা তোমার পিছনে কথা বলে কিংবা তোমার সম্বন্ধে মিথ্যা গুজব ছড়ায়? এইরকম অভিজ্ঞতা তোমার আস্থা ভেঙে চুরমার করে দিতে পারে। a সবসময় মনে রেখো, তোমার কত জন বন্ধু রয়েছে, সেটা বড়ো বিষয় নয়, কিন্তু তাদের মধ্যে থাকা গুণাবলিই প্রধান বিষয়!

তুমি যা করতে পার। তুমি এমন বন্ধুদের বাছাই করতে পার, যাদের ভালো গুণাবলি রয়েছে আর তুমিও সেগুলো গড়ে তুলতে পার।

প্রত্যেকেই আমার বন্ধু ফিয়োনা সম্বন্ধে ভালো কথা বলে। আমিও চাই, আমার সম্বন্ধে অন্যেরা ভালো কথা বলুক। আমিও তার মতো সুনাম অর্জন করতে চাই। এটা আমার কাছে খুবই প্রশংসনীয়।”ইউভেট, ১৭.

এগুলো করে দেখো।

১. গালাতীয় ৫:২২, ২৩ পদ পড়ে দেখো।

২. নিজেকে জিজ্ঞেস করো, আমার বন্ধুবান্ধবের মধ্যে কি এমন গুণাবলি রয়েছে, যেগুলো ‘পবিত্র শক্তির ফলের’ অন্তর্ভুক্ত?

৩. নীচে তোমার ঘনিষ্ঠ বন্ধুদের নাম লেখো আর তাদের নামের পাশে তাদের কোন কোন গুণ রয়েছে, তা লেখো।

নাম

․․․․․

গুণ

․․․․․

পরামর্শ: তুমি যদি তাদের মধ্যে শুধু নেতিবাচক গুণ দেখতে পাও, তা হলে আরও ভালো বন্ধু খুঁজতে পার।

বন্ধুত্ব গড়ে তোলার বিষয় #২ প্রশংসনীয় জীবনযাপন

তোমার যা জানা উচিত। তুমি যত মরিয়া হয়ে বন্ধু খোঁজার চেষ্টা করবে, তত ভুল বন্ধু বাছাই করবে। বাইবেল বলে: “যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।” (হিতোপদেশ ১৩:২০) ‘হীনবুদ্ধি’ বলতে সেই ছেলে-মেয়েদের বোঝায় না, যারা পরীক্ষায় কম নম্বর পায় কিংবা যাদের বুদ্ধি কিছুটা কম। এর পরিবর্তে, এটা সেই ছেলে-মেয়েদের বিষয়ে বলে, যারা ভালো পরামর্শে কান দেয় না এবং নৈতিকভাবে মন্দ পথ বেছে নেয়। তোমার এই ধরনের বন্ধুদের থেকে দূরে থাকা উচিত।

তুমি যা করতে পার। যে কারো সঙ্গে বন্ধুত্ব করার পরিবর্তে তুমি বন্ধু বাছাই করো। (গীতসংহিতা ২৬:৪) এর মানে এই নয় যে, তুমি পক্ষপাতিত্ব দেখাচ্ছো। এই পরিপ্রেক্ষিতে বাছাই করার জন্য ‘ধার্ম্মিক ও দুষ্টের মধ্যে, যে ঈশ্বরের সেবা করে, ও যে তাঁহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ’ দেখার জন্য তোমাকে যথেষ্ট বিচক্ষণতা দেখাতে হবে।—মালাখি ৩:১৮.

“আমি আমার বাবা-মায়ের কাছে খুবই কৃতজ্ঞ কারণ তারা আমার জন্য আমার সমবয়সি ও আধ্যাত্মিকমনা বন্ধুদের খুঁজে দিয়েছেন।”—ক্রিস্টোফার, ১৩.

এই প্রশ্নগুলোর উত্তর দাও:

আমি যখন আমার বন্ধুবান্ধবের সঙ্গে থাকি, তখন কি আমি এই নিয়ে ভয় পাই যে, তারা আমাকে কোনো ভুল কাজ করার জন্য চাপ দেবে?

□ হ্যাঁ

□ না

আমি কি এই ভেবে আমার বন্ধুবান্ধবের সঙ্গে আমার বাবা-মায়ের পরিচয় করাতে ভয় পাই যে, তারা আমাকে তাদের সঙ্গে মিশতে দেবে না?

□ হ্যাঁ

□ না

পরামর্শ: যদি উপরের প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তা হলে তুমি এমন বন্ধু খোঁজো, যাদের উচ্চনৈতিক মান রয়েছে অর্থাৎ যারা খ্রিস্টান হিসেবে উত্তম উদাহরণ বজায় রাখে।

বন্ধুত্ব গড়ে তোলার বিষয় #৩ ইতিবাচক প্রভাব

তোমার যা জানা উচিত। বাইবেল বলে: “খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা ভালো অভ্যাসগুলো নষ্ট করে দেয়।” (১ করিন্থীয় ১৫:৩৩) লরেন নামে এক যুবতী বলে, “আমি যদি আমার স্কুলের বন্ধুবান্ধবের কথামতো চলি, শুধুমাত্র তখনই তারা আমার সঙ্গে বন্ধুত্ব করে। আমার যেহেতু কোনো বন্ধু ছিল না, তাই আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তাদের মতো কাজ করার সিদ্ধান্ত নিই।” লরেন বুঝতে পারে, যখন তুমি অন্যদের মান অনুযায়ী চলার সিদ্ধান্ত নাও, তখন তুমি আসলে দাবার ঘুঁটিতে পরিণত হও আর তারা তোমাকে যে-দিকে চায়, সে-দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তুমি আসলে এর চেয়েও বেশি কিছু করার যোগ্য!

তুমি যা করতে পার। কেউ যদি তোমাকে তাদের মতো কাজ করার জন্য চাপ দেয়, তা হলে তাদের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দাও। এইরকম পদক্ষেপ নিলে, তোমার বন্ধুর সংখ্যা হয়তো কমে যাবে, কিন্তু তুমি নিজের সম্বন্ধে আরও ভালো অনুভব করবে। এর ফলে, তোমার সামনে এমন ভালো বন্ধুবান্ধব পাওয়ার রাস্তা খুলে যাবে, যারা তোমার উপর ইতিবাচক প্রভাব ফেলবে।—রোমীয় ১২:২.

আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লিন্ট উত্তম বিচারবুদ্ধিসম্পন্ন ও সহানুভূতিশীল আর সে আমার জন্য খুবই উৎসাহজনক।”জেসন, ২১.

নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো:

আমি কি শুধু আমার বন্ধুদের খুশি করার জন্য অনুপযুক্ত পোশাক-আশাক পরি, কথা বলি অথবা কাজ করি?

□ হ্যাঁ

□ না

আমি কি আমার বন্ধুবান্ধবের সঙ্গে এমন জায়গাগুলোতে যাই, যেগুলো নৈতিকভাবে মন্দ আর তাদের সঙ্গ ছাড়া আমি কখনোই সেই জায়গাগুলোতে যেতাম না?

□ হ্যাঁ

□ না

পরামর্শ: আগের প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে সাহায্য চাওয়ার জন্য তোমার বাবা-মা কিংবা কোনো পরিপক্ব প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে যাও। তুমি যদি একজন যিহোবার সাক্ষি হও, তা হলে সাহায্যের জন্য খ্রিস্টান প্রাচীনদের কাছে যেতে পার। তারা তোমাকে এমন উত্তম বন্ধুবান্ধব বাছাই করার ক্ষেত্রে সাহায্য করতে পারবেন, যারা তোমার উপর আরও ভালো প্রভাব ফেলবে।

এই বিষয়ে আরও জানার জন্য খণ্ড ২ এর ৯ অধ্যায় পড়ো

পরের অধ্যায়ে আমরা শিখব তোমার তথাকথিত বন্ধু—অথবা হতে পারে তোমার মন—তোমাকে কি খারাপ কাজ করার জন্য চাপ দেয়? কীভাবে তুমি প্রতিরোধ করতে পার, তা জানো!

[পাদটীকা]

a এটা ঠিক যে, প্রত্যেকেই ভুল করে। (রোমীয় ৩:২৩) তাই, যখন কোনো বন্ধু তোমাকে আঘাত দেয় কিন্তু পরে প্রকৃত অনুশোচনা দেখায়, তখন মনে রেখো, “ভালোবাসা অসংখ্য পাপ ঢেকে দেয়।”—১ পিতর ৪:৮.

মুখ্য শাস্ত্রপদ

“ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।”—হিতোপদেশ ১৮:২৪.

পরামর্শ

সঠিক মান অনুযায়ী জীবনযাপন করো আর যারা তা করার চেষ্টা করছে, তারা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। তারাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হবে!

তুমি কি জানো …

ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তিনি কারা তাঁর ‘তাম্বুতে প্রবাস’ করবে, সেই বিষয়ে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তিনি ভালোভাবে বাছাই করেন।—গীতসংহিতা ১৫:১-৫.

পরিকল্পনা!

ভালো বন্ধু খোঁজার জন্য আমি ․․․․․

এরা আমার চেয়ে বয়সে বড়ো আর এদের সঙ্গে আমি ভালোভাবে পরিচিত হতে চাই ․․․․․

এই বিষয়ে আমি আমার বাবা-মায়ের কাছে যা জিজ্ঞেস করতে চাই ․․․․․

তুমি কী মনে করো?

● একজন বন্ধুর মধ্যে থাকা কোন গুণগুলোকে তুমি বেশি মূল্য দাও এবং কেন?

● একজন উত্তম বন্ধু হওয়ার জন্য তুমি নিজের মধ্যে কোন কোন গুণ গড়ে তুলতে পার?

[ব্লার্ব]

‘‘আমার বাবা-মা যখন আমাকে নির্দিষ্ট একদল বন্ধুর সঙ্গে মেলামেশা করতে বারণ করে, তখন আমি নিজেকে বলি, এরাই তো আমার একমাত্র বন্ধু। কিন্তু, আমার বাবা-মায়ের পরামর্শ ভালোই ছিল আর যখন আমার চোখ খুলে যায়, তখন আমি বুঝতে পারি, এদের চেয়েও আরও অনেক উত্তম বন্ধুবান্ধব রয়েছে।”—কোল

[বাক্স]

এই পরামর্শগুলো কাজে লাগানোর প্রচেষ্টা করো

বন্ধুত্বের বিষয়ে তোমার বাবা-মায়ের সঙ্গে কথা বলো। তাদের জিজ্ঞেস করো, তোমাদের মতো বয়সে তাদের কোন ধরনের বন্ধুবান্ধব ছিল। তারা যে-ধরনের বন্ধুবান্ধব বাছাই করেছিলেন, সেই বিষয়ে তাদের কি কোনো অনুশোচনা রয়েছে? যদি রয়েছে, তা হলে কেন? তাদের জিজ্ঞেস করো যে, তুমি কীভাবে সেই সমস্যাগুলো এড়াতে পার, যেগুলো একসময় তারা মুখোমুখি হয়েছিলেন?

তোমার বাবা-মায়ের সঙ্গে তোমার বন্ধুদের পরিচয় করিয়ে দাও। তুমি যদি এই ক্ষেত্রে ইতস্তত বোধ করো, তা হলে নিজেকে প্রশ্ন করো, ‘কেন?’ তোমার বন্ধুদের মধ্যে কি এমন কিছু রয়েছে, যেটা তোমার বাবা-মা অনুমোদন করবেন না? যদি তা-ই হয়, তা হলে বন্ধুবান্ধব বাছাইয়ের ক্ষেত্রে তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে।

উত্তম শ্রোতা হও। তোমার বন্ধুদের ভালো-মন্দ বিষয়ের প্রতি আগ্রহ দেখাও।—ফিলিপীয় ২:৪.

ক্ষমাশীল হও। অন্যদের কাছ থেকে সিদ্ধতা আশা কোরো না। “আমরা সকলেই বিভিন্ন সময় ভুল করে থাকি।”—যাকোব ৩:২.

তোমার বন্ধুদের একা থাকতে দাও। বন্ধুদের সঙ্গে সবসময় আঁঠার মতো লেগে থাকার দরকার নেই। তোমার যখন প্রয়োজন হবে, তখন প্রকৃত বন্ধুরা অবশ্যই তোমার পাশে আসবে।—উপদেশক ৪:৯, ১০.

[ছবি]

তুমি যখন অন্যদের মান অনুযায়ী চলার সিদ্ধান্ত নাও, তখন তুমি আসলে দাবার ঘুঁটিতে পরিণত হও আর তারা তোমাকে যে-দিকে চায়, সে-দিকে নিয়ে যেতে পারে