বিচারকর্তৃগণের বিবরণ ১৯:১-৩০
১৯ সেই সময় ইজরায়েলে কোনো রাজা ছিল না। একজন লেবীয় ইফ্রয়িমের পার্বত্য এলাকায় অনেক দূরে অবস্থিত একটা জায়গায় বাস করত। সে যিহূদার বেথলেহেমের একটি মেয়েকে তার উপপত্নী হিসেবে গ্রহণ করল।
২ কিন্তু, তার উপপত্নী তার প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ল আর তাকে ছেড়ে যিহূদার বেথলেহেমে তার বাবার বাড়ি চলে গেল। সে সেখানে চার মাস রইল।
৩ তারপর, তার স্বামী তাকে বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে আনতে গেল। তার সঙ্গে তার সেবকও গেল আর তাদের কাছে দুটো গাধা ছিল। তার উপপত্নী তাকে তার বাবার ঘরের ভিতরে নিয়ে গেল। তাকে দেখে মেয়েটির বাবা আনন্দিত হল
৪ আর তাকে সেখানে তিন দিন থাকার জন্য রাজি করাল। তিন দিন সেই লেবীয় সেখানেই থাকল আর তার শ্বশুরের সঙ্গে খাওয়া-দাওয়া করল।
৫ চতুর্থ দিন ভোর বেলায় যখন তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করল, তখন মেয়েটির বাবা তার জামাইকে বলল: “আগে কিছু খেয়ে নাও, যাতে তুমি শক্তি পাও। তারপর চলে যেয়ো।”
৬ তখন সেই লেবীয় এবং তার শ্বশুর বসে খাওয়া-দাওয়া করল। এরপর, তার শ্বশুর তাকে বলল: “আজ রাতে এখানেই থেকে যাও এবং আনন্দ করো।”
৭ সেই লেবীয় যাওয়ার জন্য উঠল, কিন্তু তার শ্বশুর বার বার তাকে অনুরোধ করতে থাকল। তাই, সেই লেবীয় রাতে সেখানেই থেকে গেল।
৮ পঞ্চম দিন সে যখন যাওয়ার জন্য ভোর বেলায় উঠল, তখন মেয়েটির বাবা তাকে বলল: “দয়া করে আগে কিছু খেয়ে নাও, যাতে তুমি শক্তি পাও।” শ্বশুর ও জামাই খাওয়া-দাওয়া করল আর বিকেল পর্যন্ত বসে রইল।
৯ যখন সেই লেবীয় তার উপপত্নী ও সেবকের সঙ্গে যাওয়ার জন্য উঠল, তখন তার শ্বশুর বলল: “দেখো! দিন প্রায় শেষ হয়ে এল, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। আজ রাতে এখানেই থেকে যাও এবং আনন্দ করো। তারপর, কাল সকাল সকাল তোমার বাড়ি* ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পোড়ো।”
১০ কিন্তু, সেই লেবীয় সেখানে আরও একটা রাত কাটাতে চাইছিল না। তাই, সে তার উপপত্নী, সেবক এবং জিনিসপত্র বোঝাই করা দুটো গাধা নিয়ে বেরিয়ে পড়ল আর যিবূষ অর্থাৎ জেরুসালেম পর্যন্ত গেল।
১১ তারা যখন যিবূষের কাছে গিয়ে পৌঁছাল, তখন দিন প্রায় শেষ হয়ে এল। সেবক তার মালিককে বলল: “আজ রাতে আমরা কি যিবূষীয়দের নগরে গিয়ে সেখানেই থেকে যাব?”
১২ তার মালিক তাকে বলল: “এখানে কোনো ইজরায়েলীয় বাস করে না। তাই, আমরা বিদেশিদের এই নগরে থাকব না। আমরা গিবিয়া পর্যন্ত যাব।”
১৩ সে আরও বলল: “তাড়াতাড়ি করো। আমরা হয় গিবিয়া নতুবা রামা পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। এই দুটোর মধ্যে কোনো একটাতে আমরা রাত কাটাব।”
১৪ তারা এগোতে থাকল। তারা যখন বিন্যামীন বংশের নগর গিবিয়ার কাছাকাছি গিয়ে পৌঁছাল, তখন সূর্য ডুবতে শুরু করল।
১৫ তাই, তারা রাত কাটানোর জন্য গিবিয়ায় গেল। তারা গিয়ে নগরের খোলা জায়গায় বসল, কিন্তু কেউ তাদের নিজের বাড়িতে আশ্রয় দিল না।
১৬ সেইসময় একজন বৃদ্ধ খেতে কাজ করে বাড়ি ফিরে আসছিলেন। তিনি ইফ্রয়িমের পার্বত্য এলাকার লোক, কিন্তু কিছুসময় ধরে গিবিয়ায় বাস করছিলেন। সেই নগরের বাসিন্দারা বিন্যামীন বংশের লোক ছিল।
১৭ তিনি যখন নগরের খোলা জায়গায় সেই লেবীয়কে বসে থাকতে দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন: “তুমি কোথা থেকে এসেছ? কোথায় যাবে?”
১৮ উত্তরে সেই লেবীয় বলল: “আমরা যিহূদার বেথলেহেম থেকে আসছি আর আমরা ইফ্রয়িমের পার্বত্য এলাকায় অনেক দূরের একটা জায়গায় যাব। সেখানেই আমার বাড়ি। আসলে, আমি একটা কাজে যিহূদার বেথলেহেমে গিয়েছিলাম আর এখন যিহোবার গৃহে যাচ্ছি।* কিন্তু, এখানে কেউ আমাদের নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছে না।
১৯ আমাদের কাছে গাধাগুলোর জন্য যথেষ্ট খাবার রয়েছে আর আমার, আমার উপপত্নী এবং আমার সেবকের জন্য আমাদের কাছে রুটি ও দ্রাক্ষারসও* রয়েছে। আমাদের কাছে খাবারদাবারের কোনো অভাব নেই।”
২০ তখন সেই বৃদ্ধ বললেন: “তোমরা আমার বাড়িতে এসো।* আমি ভালোভাবে তোমাদের যত্ন নেব। তোমরা নগরের এই খোলা জায়গায় রাত কাটিয়ো না।”
২১ এই কথা বলে সেই বৃদ্ধ তাদের নিজের বাড়িতে নিয়ে এলেন। তিনি তাদের গাধাগুলোকে খেতে দিলেন আর তারা সবাই পা ধুল। তারপর, তারা বসে খাওয়া-দাওয়া করল।
২২ তারা খাওয়া-দাওয়া করছিল, এমন সময় নগরের কয়েক জন মন্দ লোক এসে বাড়িটা ঘিরে ফেলল আর তারা দরজায় ধাক্কা দিতে লাগল। তারা সেই বাড়ির মালিক অর্থাৎ সেই বৃদ্ধকে বলতে থাকল: “তোমার বাড়িতে যে-লোকটি এসেছে, তাকে বের করে আনো। আমরা তার সঙ্গে যৌনসম্পর্ক করতে চাই।”
২৩ এতে সেই বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং তাদের বললেন: “হে আমার ভাইয়েরা, এইরকম মন্দ কাজ কোরো না। এই লোকটি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে, এর সঙ্গে এই জঘন্য কাজ কোরো না।
২৪ আমার এক কুমারী মেয়ে রয়েছে আর সেই লোকটির উপপত্নীও রয়েছে। আমি তাদের তোমাদের কাছে নিয়ে আসছি। তোমরা যদি কিছু করতেই চাও, তা হলে তাদের প্রতি করো। কিন্তু, এই লোকটিকে ছেড়ে দাও। তোমরা এর সঙ্গে এই জঘন্য কাজ কোরো না।”
২৫ কিন্তু, সেই লোকেরা সেই বৃদ্ধের কোনো কথাই শুনতে চাইল না। তখন সেই লেবীয় তার উপপত্নীকে ধরে বাইরে তাদের কাছে পাঠিয়ে দিল। সেই লোকেরা সারারাত ধরে তাকে ধর্ষণ করল এবং তার উপর অত্যাচার করল। পরে যখন ভোর হল, তখন তারা তাকে পাঠিয়ে দিল।
২৬ সে সেই বৃদ্ধের বাড়িতে এল, যেখানে তার স্বামী* ছিল আর দরজার সামনে পড়ে গেল। সূর্য না ওঠা পর্যন্ত সে সেখানেই পড়ে রইল।
২৭ তার স্বামী* যখন সকালে উঠল আর রওনা হওয়ার জন্য বাড়ির দরজা খুলল, তখন সে দেখল, তার উপপত্নী দরজার সামনে চৌকাঠের উপর হাত রেখে পড়ে রয়েছে।
২৮ সে তার উপপত্নীকে বলল: “ওঠো, আমাদের যেতে হবে।” কিন্তু, সে কোনো উত্তর দিল না কারণ সে ইতিমধ্যেই মারা গিয়েছিল। সেই লেবীয় তার দেহটা গাধার উপর চাপাল আর বাড়ির জন্য রওনা হল।
২৯ বাড়িতে পৌঁছে সে একটা ছুরি নিল আর তার উপপত্নীর মৃতদেহটা কেটে ১২টা টুকরো করল আর ইজরায়েলের প্রত্যেক বংশের কাছে একটা করে টুকরো পাঠিয়ে দিল।
৩০ যারা সেটা দেখল, তারা সবাই বলল: “ইজরায়েলে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মিশর থেকে বের হয়ে আসার পর আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেওনি কিংবা আমরা ঘটতেও দেখিনি। এখন এই বিষয়ে গভীরভাবে চিন্তা করো। নিজেদের মধ্যে পরামর্শ করো আর বলো, আমাদের কী করা উচিত।”
পাদটীকাগুলো
^ আক্ষ., “তাঁবুতে।”
^ বা সম্ভবত, “আর আমি যিহোবার গৃহে সেবা করি।”
^ বা “ওয়াইনও।”
^ আক্ষ., “তোমার শান্তি হোক।”
^ আক্ষ., “প্রভু।”
^ আক্ষ., “প্রভু।”