মথি লিখিত সুসমাচার ৪:১-২৫

  • দিয়াবল যিশুকে প্রলোভন দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করে (১-১১)

  • যিশু গালীলে প্রচার করতে লাগলেন (১২-১৭)

  • যিশু চার জন জেলেকে তাঁর শিষ্য হওয়ার জন্য আহ্বান করেন (১৮-২২)

  • যিশু প্রচার করেন, শিক্ষা দেন এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন (২৩-২৫)

 পরে যিশু পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে প্রান্তরে গেলেন, যেখানে দিয়াবল তাঁকে প্রলোভন দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করল। ২  তিনি ৪০ দিন এবং ৪০ রাত ধরে উপবাস করার পর ক্ষুধার্ত হলেন। ৩  আর দিয়াবল তাঁর কাছে এসে তাঁকে প্রলোভন দেখিয়ে বলল: “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তা হলে এই পাথরগুলোকে বলো, যেন এগুলো রুটি হয়ে যায়।” ৪  কিন্তু, যিশু বললেন: “লেখা আছে: ‘মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং যিহোবার* মুখ থেকে যে-প্রত্যেক বাক্য বের হয়, তাতেই বাঁচবে।’” ৫  পরে দিয়াবল তাঁকে পবিত্র নগরে* নিয়ে গেল আর মন্দিরের প্রাচীরের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড় করাল ৬  এবং তাঁকে বলল: “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তা হলে নীচে ঝাঁপ দাও, কারণ লেখা আছে: ‘তিনি তাঁর স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন’ আর ‘তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন, যাতে পাথরের উপরে পড়ে তোমার পায়ে আঘাত না লাগে।’” ৭  যিশু তাকে বললেন: “এই কথাও লেখা আছে: ‘তুমি তোমার ঈশ্বর যিহোবাকে* পরীক্ষা করবে না।’” ৮  দিয়াবল আবার তাঁকে খুব উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য এবং সেগুলোর চাকচিক্য দেখাল। ৯  আর সে তাঁকে বলল: “তুমি যদি এক বার মাটিতে উবুড় হয়ে আমাকে উপাসনা কর, তা হলে এই সমস্ত কিছুই আমি তোমাকে দিয়ে দেব।” ১০  তখন যিশু তাকে বললেন: “দূর হও শয়তান! কারণ লেখা আছে: ‘তোমার ঈশ্বর যিহোবাকেই* উপাসনা করবে এবং একমাত্র তাঁকেই পবিত্র সেবা প্রদান করবে।’” ১১  পরে দিয়াবল তাঁকে ছেড়ে চলে গেল। আর দেখো! স্বর্গদূতেরা এসে তাঁর সেবা করতে লাগলেন। ১২  পরে যিশু যখন শুনতে পেলেন যোহনকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তিনি গালীলে চলে গেলেন। ১৩  এরপর তিনি নাসরৎ ত্যাগ করে সাগরের তীরবর্তী নগর কফরনাহূমে এসে বাস করতে লাগলেন, যা সবূলূন ও নপ্তালি অঞ্চলের মধ্যে অবস্থিত ছিল। ১৪  এভাবে যিশাইয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হল: ১৫  “হে ন-যিহুদিদের গালীল, তোমরা যারা সবূলূন ও নপ্তালি দেশে, সাগরের দিকে চলে যাওয়া পথের পাশে এবং জর্ডনের পশ্চিম দিকে রয়েছ! ১৬  ­যে-লোকেরা অন্ধকারে ছিল, তারা এক মহা আলো দেখতে পেল এবং যারা মৃত্যুছায়ার অঞ্চলে বাস করছিল, তাদের উপর আলো উদয় হল।” ১৭  সেই সময় থেকে যিশু এই কথা প্রচার করতে লাগলেন: “অনুতপ্ত হও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে।” ১৮  পরে যিশু গালীল সাগরের* পাশ দিয়ে হাঁটার সময় দুই ভাইকে দেখতে পেলেন। তাদের একজনের নাম শিমোন, যাকে পিতর বলা হয় এবং তার ভাই আন্দ্রিয়। তারা সাগরে জাল ফেলছিলেন, কারণ তারা জেলে ছিলেন। ১৯  তখন তিনি তাদের বললেন: “আমার সঙ্গে এসো। তোমরা যেমন মাছ ধরে থাক, তেমনই আমি তোমাদের মানুষ ধরতে শেখাব।” ২০  তারা সঙ্গেসঙ্গে তাদের জাল ফেলে রেখে তাঁকে অনুসরণ করলেন। ২১  সেখান থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি অন্য দুই ভাইকে, সিবদিয়ের ছেলে যাকোব এবং তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারা তাদের বাবা সিবদিয়ের সঙ্গে নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। যিশু তাদের ডাকলেন। ২২  তারা সঙ্গেসঙ্গে তাদের নৌকা এবং তাদের বাবাকে সেখানে রেখে তাঁকে অনুসরণ করলেন। ২৩  পরে তিনি গালীলের সমস্ত জায়গায় ভ্রমণ করতে লাগলেন, তাদের সমাজ­গৃহগুলোতে* শিক্ষা দিতে লাগলেন, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন আর লোকদের সমস্ত ধরনের রোগব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করতে লাগলেন। ২৪  তখন সিরিয়ার সব জায়গায় তাঁর কথা ছড়িয়ে পড়ল। আর লোকেরা সমস্ত ধরনের রোগীকে এবং রোগের কারণে যন্ত্রণায় ভুগতে থাকা ব্যক্তিদের, মন্দ স্বর্গদূতে পাওয়া লোকদের, মৃগী রোগীদের এবং পক্ষাঘাতীদের* তাঁর কাছে নিয়ে আসতে লাগল আর তিনি তাদের সুস্থ করলেন। ২৫  তাই, গালীল, দিকাপলি,* জেরু­সালেম, যিহূদিয়া এবং জর্ডন নদীর ওপার থেকে আসা অনেক লোক তাঁর পিছন পিছন যেতে লাগল।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
অর্থাৎ জেরুসালেম।
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
প্রকৃতপক্ষে একটা হ্রদ; বাইবেলে এটাকে গিনেষরৎ হ্রদ, গালীল সাগর এবং তিবিরিয়া সাগর হিসেবেও উল্লেখ করা হয়েছে।
শব্দকোষ দেখুন।
বা “অবশ রোগীদের।”
বা “দশ নগরবিশিষ্ট অঞ্চল।”