যিশাইয় ২৫:১-১২
২৫ হে যিহোবা, তুমি আমার ঈশ্বর,আমি তোমার গৌরব করি, আমি তোমার নামের প্রশংসা করিকারণ তুমি আশ্চর্যজনক কাজ করেছ,যেগুলো করার বিষয়ে তুমি প্রাচীনকাল থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেআর তুমি দেখিয়েছ, তুমি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।
২ কারণ তুমি একটা নগরকে পাথরের ঢিবিতে পরিণত করেছ,প্রাচীর দিয়ে ঘেরা নগরকে ধ্বংসস্তূপে পরিণত করেছ।
বিদেশিদের দুর্গ আর নেই,সেই নগরকে আর কখনো পুনর্নির্মাণ করা হবে না।
৩ তাই, এক শক্তিশালী জাতি তোমার গৌরব করবে,অত্যাচারী জাতিগুলোর নগর তোমাকে ভয় করবে।
৪ কারণ তুমি দুঃখীদের জন্য এক দৃঢ় দুর্গ হয়ে উঠেছ,তুমি বিপদের সময় গরিবদের জন্য দৃঢ় দুর্গ হয়ে উঠেছ,তুমি মুষলধারে হওয়া বৃষ্টির মধ্যে আশ্রয় হয়ে উঠেছএবং রোদের মধ্যে ছায়া হয়ে উঠেছ।
যখন অত্যাচারীদের প্রচণ্ড রাগ দেওয়ালের উপর পড়া মুষলধারে হওয়া বৃষ্টির মতো হয়
৫ এবং শুকনো জমিতে পড়া কড়া রোদের মতো হয়,তখন তুমি অপরিচিত ব্যক্তিদের চিৎকার থামিয়ে দাও।
যেভাবে মেঘের ছায়ায় রোদ ঢেকে যায়,সেভাবেই অত্যাচারীদের গান থামিয়ে দেওয়া হয়।
৬ এই পর্বতে স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা সমস্ত জাতির লোকদের জন্য এক ভোজের আয়োজন করবেন,যেখানে ভালো ভালো খাবারএবং উত্তম দ্রাক্ষারস* পরিবেশন করা হবে,যেখানে মজ্জাযুক্ত ভালো ভালো খাবারএবং উত্তম ও ছাঁকা দ্রাক্ষারস* পরিবেশন করা হবে।
৭ এই পর্বতে ঈশ্বর সেই চাদর সরিয়ে দেবেন, যেটা সমস্ত জাতির লোককে ঢেকে রেখেছেএবং বুনে তৈরি করা সেই কাপড়* সরিয়ে দেবেন, যেটা সমস্ত জাতির উপর রয়েছে।
৮ তিনি মৃত্যুকে চিরকালের জন্য গিলে ফেলবেন*আর নিখিলবিশ্বের প্রভু যিহোবা সমস্ত মানুষের মুখ থেকে চোখের জল মুছে দেবেন,তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর লোকদের উপর আনা বদনাম দূর করে দেবেনকারণ যিহোবা নিজে এই কথা বলেছেন।
৯ সেই দিন তারা বলবে:
“দেখো! ইনিই আমাদের ঈশ্বর!
আমরা এনার উপর আশা রেখেছিআর ইনি আমাদের রক্ষা করবেন।
ইনি যিহোবা! আমরা এনার উপর আশা রেখেছি।
এসো, আমরা আনন্দ ও উল্লাস করি কারণ ইনিই আমাদের পরিত্রাণ করেন।”
১০ কারণ যিহোবার হাত এই পর্বতের উপর থাকবেআর মোয়াবকে এই জায়গায় মাড়ানো হবে,ঠিক যেভাবে গোবরের ঢিবিতে খড় মাড়ানো হয়।
১১ ঠিক যেভাবে একজন সাঁতারু সাঁতার কাটার সময় হাত চালায়,সেভাবেই ঈশ্বর নিজের হাত বাড়িয়ে মোয়াবকে আঘাত করবেন,তিনি তাঁর হাত এমন দক্ষতার সঙ্গে চালাবেন যে,মোয়াবের অহংকার ভেঙে যাবে।
১২ তিনি তোমার প্রাচীর দিয়ে ঘেরা নগরএবং তোমার সুরক্ষামূলক উঁচু উঁচু প্রাচীর ভেঙে ফেলবেন,তিনি তোমার নগর মাটিতে ফেলে গুঁড়িয়ে দেবেন।