যিশাইয় ৬১:১-১১
৬১ নিখিলবিশ্বের প্রভু যিহোবার পবিত্র শক্তি আমার উপর রয়েছেকারণ যিহোবা আমাকে মৃদুশীল ব্যক্তিদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য অভিষিক্ত করেছেন।
তিনি আমাকে পাঠিয়েছেন, যেন আমি সেই ব্যক্তিদের ক্ষত বেঁধে দিই, যাদের মন ভেঙে গিয়েছে,বন্দিদের কাছে মুক্তির ঘোষণা করিএবং কারাগারের বন্দিদের কাছে ঘোষণা করি যে, তাদের চোখ খোলা হবে,
২ যিহোবার অনুগ্রহের* বছর সম্বন্ধে ঘোষণা করি,আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন সম্বন্ধে ঘোষণা করি,সমস্ত শোকার্ত ব্যক্তিকে সান্ত্বনা দিই,
৩ যারা সিয়োনের কারণে শোক করছে,তাদের ছাইয়ের পরিবর্তে সুন্দর পাগড়ি দিই,শোকের পরিবর্তে আনন্দের তেল দিইএবং বিষণ্ণ মনের পরিবর্তে প্রশংসার পোশাক দিই।
আর তাদের ন্যায়বিচারের বড়ো গাছ,যিহোবার লাগানো গাছ বলা হবে, যেন তাঁর গৌরব হয়।*
৪ তারা ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন জায়গাগুলো পুনর্নির্মাণ করবে,তারা অতীতের জনশূন্য জায়গাগুলো গেঁথে তুলবেআর তারা ধ্বংস হয়ে যাওয়া নগরগুলো পুনর্স্থাপন করবে,সেই জায়গাগুলো, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে জনশূন্য অবস্থায় পড়ে ছিল।
৫ “অপরিচিত ব্যক্তিরা এসে তোমাদের মেষপালের পালক হবেআর বিদেশিরা তোমাদের চাষি এবং তোমাদের আঙুর খেতের কর্মী হবে।
৬ কিন্তু, তোমাদের যিহোবার যাজক বলা হবে।
তারা তোমাদেরকে আমাদের ঈশ্বরের সেবক বলবে।
তোমরা জাতিগুলোর সম্পদ ভোগ করবেএবং তাদের গৌরবের* বিষয়ে গর্ব করবে।
৭ তোমরা লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ পাবেআর তারা অপমানের পরিবর্তে নিজেদের অংশের কারণে আনন্দে চিৎকার করবে।
হ্যাঁ, তারা তাদের দেশে দ্বিগুণ অংশ পাবে।
তারা অনন্তকালীন আনন্দ লাভ করবে।
৮ কারণ আমি যিহোবা ন্যায়বিচার ভালোবাসি,আমি ডাকাতি এবং মন্দ কাজ ঘৃণা করি।
আমি বিশ্বস্তভাবে তাদের মজুরি তাদের দেবআর আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি করব।
৯ তাদের বংশধরেরা জাতিগুলোর মাঝেএবং তাদের সন্তানেরা বিভিন্ন দেশের লোকদের মাঝে সুপরিচিত হবে।
যারা তাদের দেখবে, তারা সবাই চিনতে পারবে যে,তারাই যিহোবার আশীর্বাদপ্রাপ্ত বংশধর।”
১০ আমি যিহোবার কারণে খুব আনন্দ করব।
আমি আমার ঈশ্বরের কারণে উল্লাস করব
কারণ তিনি আমাকে পরিত্রাণের পোশাক* পরিয়েছেন।
তিনি আমার শরীরে ন্যায়বিচারের পোশাক জড়িয়েছেন,ঠিক যেমন বর যাজকের মতো পাগড়ি পরেআর কনে গয়না দিয়ে নিজেকে সাজায়।
১১ কারণ ঠিক যেভাবে পৃথিবী বীজকে অঙ্কুরিত করেআর বাগান বপন করা বীজকে অঙ্কুরিত করে,সেভাবেই নিখিলবিশ্বের প্রভু যিহোবা সমস্ত জাতির সামনে ন্যায়বিচার ও প্রশংসাকে অঙ্কুরিত করবেন।
পাদটীকাগুলো
^ বা “অনুমোদনের।”
^ বা “তাঁর সৌন্দর্য বৃদ্ধি পায়।”
^ বা “ধনসম্পদের।”
^ বা “হাতকাটা জামা।”