হিতোপদেশ ১৫:১-৩৩

১৫  কোমলভাবে দেওয়া উত্তর রাগ শান্ত করে,কিন্তু কঠোরভাবে বলা* কথা একজন ব্যক্তিকে রাগিয়ে তোলে।  ২  বিজ্ঞ ব্যক্তির জিভ যে-ভালো বিষয়গুলো জানে, সেগুলো বলে,কিন্তু মূর্খ ব্যক্তির মুখ চিন্তা না করেই মূর্খতাপূর্ণ কথা বলে।  ৩  যিহোবার চোখ সব জায়গায় রয়েছে,তাঁর চোখ ভালো ও মন্দ, উভয়ের প্রতি নজর রাখে।  ৪  শান্ত* জিভ জীবনবৃক্ষ,কিন্তু প্রতারণাপূর্ণ কথা মনকে কষ্ট দেয়।*  ৫  মূর্খ ব্যক্তি তার বাবার শাসনের প্রতি অসম্মান দেখায়,কিন্তু সতর্ক ব্যক্তি সংশোধন গ্রহণ করে।*  ৬  যে সঠিক কাজ করে, তার বাড়িতে প্রচুর ধনসম্পদ থাকে,কিন্তু মন্দ ব্যক্তি যা উপার্জন করে, সেটা তার জন্য সমস্যা ডেকে আনে।  ৭  বিজ্ঞ ব্যক্তির ঠোঁট জ্ঞান ছড়ায়,কিন্তু মূর্খ ব্যক্তির হৃদয়ে তা করার আকাঙ্ক্ষা নেই।  ৮  মন্দ ব্যক্তির বলিদান যিহোবার চোখে জঘন্য,কিন্তু সৎ ব্যক্তির প্রার্থনা তাঁকে খুশি করে।  ৯  যিহোবা মন্দ ব্যক্তির পথকে জঘন্য বলে মনে করেন,কিন্তু তিনি সেই ব্যক্তিকে ভালোবাসেন, যে সঠিক কাজ করার প্রচেষ্টা করে। ১০  যে-ব্যক্তি সঠিক পথ পরিত্যাগ করে, সে শাসন পছন্দ করে না,*কিন্তু যে ধমককে ঘৃণা করে, সে মারা যাবে। ১১  কবর* এবং বিনাশের জায়গা* যিহোবা সম্পূর্ণরূপে দেখতে পান। তাহলে, মানুষের হৃদয় তিনি আরও কত বেশিই-না দেখতে পান! ১২  উপহাসকারী সেই ব্যক্তিকে ভালোবাসে না, যে তাকে সংশোধন করে।* সে বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেয় না। ১৩  হৃদয়ে আনন্দ থাকলে মুখ উজ্জ্বল হয়,কিন্তু হৃদয়ে কষ্ট থাকলে মন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ১৪  বোঝার ক্ষমতা রয়েছে এমন হৃদয় জ্ঞান খুঁজে বেড়ায়,কিন্তু মূর্খ ব্যক্তি নিজের মুখ মূর্খতায় পূর্ণ করে।* ১৫  দুঃখী ব্যক্তির প্রতিটা দিনই খারাপ,কিন্তু যার হৃদয় আনন্দে রয়েছে,* তার প্রতিটা দিনই যেন ভোজের দিন। ১৬  প্রচুর ধনসম্পদের সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা* থাকার চেয়ে,যিহোবার প্রতি ভয় সহকারে অল্পে জীবনযাপন করা আরও ভালো। ১৭  যে-বাড়িতে ঘৃণা রয়েছে, সেখানে ভোজ* খাওয়ার চেয়ে,যে-বাড়িতে ভালোবাসা রয়েছে, সেখানে সাধারণ খাবার* খাওয়া আরও ভালো। ১৮  বদমেজাজি ব্যক্তি ঝগড়া বাধায়,কিন্তু যে তাড়াতাড়ি রেগে যায় না, সে ঝগড়া থামায়। ১৯  অলস ব্যক্তির পথ কাঁটার বেড়ার মতো,কিন্তু সৎ ব্যক্তির পথ মসৃণ রাজপথের মতো। ২০  বিজ্ঞ ছেলে নিজের বাবাকে আনন্দিত করে,কিন্তু মূর্খ ব্যক্তি নিজের মাকে তুচ্ছ করে। ২১  যার ভালো বিচারবুদ্ধির অভাব রয়েছে, সে মূর্খতায় আনন্দ পায়,কিন্তু যার বিচক্ষণতা রয়েছে, সে সোজা পথে চলে। ২২  পরামর্শ না করলে পরিকল্পনা ব্যর্থ হয়,কিন্তু অনেক পরামর্শদাতা থাকলে সাফল্য লাভ করা যায়। ২৩  সঠিক উত্তর দিয়ে* একজন ব্যক্তি আনন্দিত হয়আর সঠিক সময়ে বলা কথা কতই-না ভালো! ২৪  যার বোঝার ক্ষমতা রয়েছে, তার জীবনের পথ উপরের দিকে যায়,যাতে সে নীচে কবরে* যাওয়া থেকে রক্ষা পায়। ২৫  যিহোবা অহংকারীদের বাড়ি ভেঙে দেবেন,কিন্তু তিনি বিধবার জমির সীমানা সুরক্ষিত রাখবেন। ২৬  মন্দ ব্যক্তির ষড়যন্ত্র যিহোবার চোখে জঘন্য,কিন্তু মনোরম কথা তাঁর চোখে বিশুদ্ধ। ২৭  যে অসৎ উপায়ে লাভ করে, সে নিজের পরিবারের উপর সমস্যা ডেকে আনে,*কিন্তু যে ঘুস নেওয়াকে ঘৃণা করে, সে বেঁচে থাকবে। ২৮  যে সঠিক কাজ করে, তার হৃদয় উত্তর দেওয়ার আগে চিন্তা করে,*কিন্তু মন্দ ব্যক্তির মুখ চিন্তা না করে মন্দ কথা বলে। ২৯  যিহোবা মন্দ ব্যক্তিদের কাছ থেকে অনেক দূরে থাকেন,কিন্তু যারা সঠিক কাজ করে, তিনি তাদের প্রার্থনা শোনেন। ৩০  উজ্জ্বল চোখ হৃদয়কে আনন্দিত করে*আর ভালো খবর হাড় মজবুত* করে। ৩১  যে জীবনদায়ক ধমকে কান দেয়,তাকে বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে গোনা হয়। ৩২  যে-কেউ শাসন প্রত্যাখ্যান করে, সে নিজের জীবনকে তুচ্ছ বলে মনে করে,কিন্তু যে-কেউ ধমকে কান দেয়, সে বোঝার ক্ষমতা অর্জন করে। ৩৩  যিহোবার প্রতি ভয় প্রজ্ঞার সঙ্গে কাজ করতে শেখায়আর নম্রতা দেখালে গৌরব লাভ করা যায়।

পাদটীকাগুলো

বা “কিন্তু কষ্টদায়ক।”
বা “সুস্থ করে এমন।”
আক্ষ., “চূর্ণবিচূর্ণ করে।”
বা “ব্যক্তি ধমকে কান দেয়।”
বা “শাসনকে কঠোর বলে মনে করে।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
বা “এবং আবদ্দোন।”
বা “তাকে ধমক দেয়।”
বা “কিন্তু মূর্খ ব্যক্তির মুখ মূর্খতার পিছনে দৌড়োয়।”
বা “হৃদয় ভালো।”
বা “বিভ্রান্তি।”
বা “মোটাসোটা ষাঁড়।”
আক্ষ., “সেখানে শাকসবজি।”
আক্ষ., “নিজের মুখের উত্তরে।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
বা “পরিবারকে অপমানিত করে।”
বা “হৃদয় ভালোভাবে চিন্তা করে, কীভাবে উত্তর দেবে; হৃদয় কথা বলার আগে চিন্তা করে।”
বা “আনন্দের সঙ্গে তাকালে হৃদয় আনন্দিত হয়ে ওঠে।”
বা “পুষ্ট।”