বংশাবলির প্রথম খণ্ড ২৪:১-৩১

২৪  হারোণের বংশধরদের যে-দলগুলোতে ভাগ করা হয়েছিল, সেগুলো হল: হারোণের ছেলেরা নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর। ২  কিন্তু, নাদব ও অবীহূ তাদের বাবার আগেই মারা গেল আর তাদের কোনো ছেলে ছিল না। তবে, ইলিয়াসর ও ঈথামর যাজক হিসেবে সেবা করে গেলেন। ৩  দায়ূদ ইলিয়াসরের ছেলেদের মধ্য থেকে সাদোক এবং ঈথামরের ছেলেদের মধ্য থেকে অহীমেলকের সঙ্গে মিলে হারোণের বংশধরদের সেবার আলাদা আলাদা দলে ভাগ করলেন। ৪  যেহেতু ঈথামরের ছেলেদের চেয়ে ইলিয়াসরের ছেলেদের মধ্যে বেশি প্রধান ব্যক্তি ছিল, তাই তারা তাদের এভাবে দলে ভাগ করল: ইলিয়াসরের ছেলেদের মধ্য থেকে তাদের বাবার বংশের ১৬ জন প্রধান ব্যক্তি ছিল আর ঈথামরের ছেলেদের মধ্য থেকে তাদের বাবার বংশের ৮ জন প্রধান ব্যক্তি ছিল। ৫  এ ছাড়া, তারা ঘুঁটি* চেলে দুটো দলকে আলাদা আলাদা দলে ভাগ করল কারণ সেই দুটো দলেই অর্থাৎ ইলিয়াসরের ছেলেদের মধ্যে এবং ঈথামরের ছেলেদের মধ্যে পবিত্র স্থানের অধ্যক্ষেরা এবং সত্য ঈশ্বরের সেবা করে এমন অধ্যক্ষেরা ছিল। ৬  তারপর, নথনেলের ছেলে শময়িয়, যিনি লেবীয়দের সচিব ছিলেন, রাজা, অধ্যক্ষ, যাজক সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বাবার বংশের প্রধান ব্যক্তিদের সামনে তাদের নাম লিখলেন। ঘুঁটি* চেলে পালা করে একবার ইলিয়াসরের দল থেকে একটা বাবার বংশকে বেছে নেওয়া হল আর তারপর, ঈথামরের দল থেকে একটা বাবার বংশকে বেছে নেওয়া হল। ৭  ঘুঁটি* চেলে প্রথম নাম উঠল যিহোয়ারীবের, দ্বিতীয় যিদয়িয়ের, ৮  তৃতীয় হারীমের, চতুর্থ সিয়োরীমের, ৯  পঞ্চম মল্কিয়ের, ষষ্ঠ মিয়ামীনের, ১০  সপ্তম হক্কোষের, অষ্টম অবিয়ের, ১১  নবম যেশূয়ের, দশম শখনিয়ের, ১২  এগারোতম ইলীয়াশীবের, ১২তম যাকীমের, ১৩  ১৩তম হুপ্পের, ১৪তম যেশবাবের, ১৪  ১৫তম বিল্‌গার, ১৬তম ইম্মেরের, ১৫  ১৭তম হেষীরের, ১৮তম হপ্পিসেসের, ১৬  ১৯তম পথাহিয়ের, ২০তম যিহিষ্কেলের, ১৭  ২১তম যাখীনের, ২২তম গামূলের, ১৮  ২৩তম দলায়ের এবং ২৪তম মাসিয়ের। ১৯  এই লেবীয়দের জন্য এই পদ্ধতিই স্থির করা হয়েছিল আর তারা এই ক্রম অনুসারেই যিহোবার গৃহে আসত এবং সেই ব্যবস্থা অনুসারেই সেবা করত, যেটা তাদের পূর্বপুরুষ হারোণ স্থির করেছিলেন, ঠিক যেমনটা ইজরায়েলের ঈশ্বর যিহোবা তাকে আজ্ঞা দিয়েছিলেন। ২০  বাকি লেবীয়েরা ছিল: অম্রমের ছেলেদের মধ্য থেকে শবূয়েল, শবূয়েলের ছেলেদের মধ্য থেকে যেহদিয়, ২১  রহবিয়ের ছেলেদের মধ্য থেকে যিশিয়, যে প্রধান ছিল, ২২  যিষ্‌হরীয়দের মধ্য থেকে শলোমোৎ, শলোমোতের ছেলেদের মধ্য থেকে যহৎ, ২৩  হিব্রোণের ছেলেদের মধ্য থেকে যিরিয়, যে প্রধান ছিল আর তারপর দ্বিতীয় স্থানে অমরিয়, তৃতীয় স্থানে যহসীয়েল এবং চতুর্থ স্থানে যিকমিয়াম, ২৪  উষীয়েলের ছেলেদের মধ্য থেকে মীখা, মীখার ছেলেদের মধ্য থেকে শামীর। ২৫  মীখার ভাই যিশিয় আর যিশিয়ের ছেলেদের মধ্য থেকে সখরিয়। ২৬  মরারির ছেলেরা মহলি ও মূশি, যাসিয়ের ছেলেদের মধ্য থেকে বিনো। ২৭  এরা মরারির ছেলে: যাসিয়ের বংশধরদের মধ্য থেকে বিনো, শোহম, সক্কূর ও ইব্রি। ২৮  মহলির বংশধরদের মধ্য থেকে ইলিয়াসর, যার কোনো ছেলে ছিল না, ২৯  কীশের বংশধরদের মধ্য থেকে যিরহমেল ৩০  আর মূশির ছেলেরা মহলি, এদর ও যিরেমোৎ। এরা নিজেদের বাবার বংশ অনুসারে লেবির ছেলে ছিল। ৩১  এরাও এদের ভাইদের অর্থাৎ হারোণের ছেলেদের মতোই রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বংশের প্রধান ব্যক্তিদের সামনে ঘুঁটি* চালল। তাদের সমস্ত বাবার বংশকে সমান হিসেবে ধরা হল, তা তারা বড়ো কিংবা ছোটো, যেমনই হোক না কেন।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।