বংশাবলির প্রথম খণ্ড ২৬:১-৩২
২৬ দারোয়ানদের দলগুলো হল: কোরহের বংশধরদের মধ্য থেকে মশেলিমিয়, যে কোরির ছেলে, কোরি আসফের ছেলেদের মধ্যে একজন।
২ এরা মশেলিমিয়ের ছেলে: প্রথমজাত ছেলে সখরিয়, দ্বিতীয় যিদীয়েল, তৃতীয় সবদিয়, চতুর্থ যৎনীয়েল,
৩ পঞ্চম এলম, ষষ্ঠ যিহোহানন এবং সপ্তম ইলিহৈনয়।
৪ এরা ওবেদ-ইদোমের ছেলে: প্রথমজাত ছেলে শময়িয়, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল,
৫ ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর এবং অষ্টম পিয়ূল্লতয়। ঈশ্বরের আশীর্বাদে তার এই ছেলেরা জন্মেছিল।
৬ ওবেদ-ইদোমের ছেলে শময়িয়ের ছেলেরা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল কারণ তারা শক্তিশালী ও দক্ষ ছিল।
৭ এরা শময়িয়ের ছেলে: অৎনি, রফায়েল, ওবেদ ও ইল্সাবাদ। শময়িয়ের ভাই ইলীহূ ও সমখিয়ও দক্ষ ছিল।
৮ এরা সবাই ওবেদ-ইদোমের ছেলে। এরা, এদের ছেলেরা এবং এদের ভাইয়েরা সেবার জন্য দক্ষ ও যোগ্য ছিল। ওবেদ-ইদোমের পরিবার থেকে আসা এই সমস্ত লোকের সংখ্যা ৬২।
৯ মশেলিমিয়ের ছেলেরা ও ভাইয়েরা মোট ১৮ জন দক্ষ ব্যক্তি।
১০ মরারির ছেলেদের মধ্য থেকে হোষার ছেলেরা এই: শিম্রি প্রধান ছিল। যদিও সে প্রথমজাত ছিল না, তারপরও তার বাবা তাকে পরিবারের প্রধান হিসেবে নিযুক্ত করেছিল।
১১ দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয় এবং চতুর্থ সখরিয়। হোষার সমস্ত ছেলে ও ভাইদের সংখ্যা ১৩।
১২ যিহোবার গৃহে সেবা করার জন্য দারোয়ানদের এই দলগুলোর প্রধান ব্যক্তিদের সেই কাজই দেওয়া হল, যেটা তাদের ভাইদের দেওয়া হয়েছিল।
১৩ তাই, তারা সবাই আলাদা আলাদা দরজার দায়িত্ব নির্ধারণ করার জন্য ঘুঁটি* চালল, তা তাদের বাবার বংশ ছোটো কিংবা বড়ো, যেমনই হোক না কেন।
১৪ পূর্ব দিকের দরজার জন্য ঘুঁটি* চালার পর শেলিমিয়ের নাম উঠল। তারা তার ছেলে সখরিয়ের জন্য ঘুঁটি* চালল আর উত্তর দিকের দরজার জন্য তার নাম উঠল। সখরিয় একজন বিচক্ষণ পরামর্শদাতা ছিল।
১৫ দক্ষিণ দিকের দরজার জন্য ঘুঁটি* চালার পর ওবেদ-ইদোমের নাম উঠল আর তার ছেলেদের ভাণ্ডারের কক্ষগুলোর দায়িত্ব দেওয়া হল।
১৬ পশ্চিম দিকের দরজার জন্য ঘুঁটি* চালার পর শুপ্পীম ও হোষার নাম উঠল। এই দরজাটা শল্লেখৎদ্বারের কাছে উপরের দিকে যাওয়ার রাজপথের পাশে অবস্থিত ছিল। পাহারাদারদের দলগুলোকে পাশাপাশি মোতায়েন করা হয়েছিল।
১৭ পূর্ব দিকে ছ-জন লেবীয় থাকত। উত্তর দিকে প্রতিদিন চার জন এবং দক্ষিণ দিকে প্রতিদিন চার জন থাকত। ভাণ্ডারের কক্ষগুলোর জন্য পাশাপাশি দু-জন দু-জন করে পাহারাদার ছিল।
১৮ পশ্চিম দিকে স্তম্ভের বারান্দার জন্য রাজপথের পাশে চার জন পাহারাদার এবং স্তম্ভের বারান্দার কাছে দু-জন পাহারাদার ছিল।
১৯ এগুলো হল কোরহ ও মরারির বংশধরদের মধ্য থেকে আসা দারোয়ানদের দল।
২০ সত্য ঈশ্বরের গৃহের কোষাগারগুলোর উপর এবং যে-জিনিসগুলোকে পবিত্র* করা হয়েছিল, সেগুলোর কোষাগারগুলোর উপর লেবীয়দের মধ্য থেকে অহিয়কে নিযুক্ত করা হল।
২১ এরা লাদনের ছেলে: লাদনের কাছ থেকে আসা গের্শোনীয়দের অর্থাৎ লাদনের কাছ থেকে আসা বাবার বংশগুলোর প্রধান ব্যক্তিদের মধ্য থেকে যিহীয়েলি
২২ এবং তার ছেলেরা সেথম ও যোয়েল। তাদের যিহোবার গৃহের কোষাগারগুলোর উপর নিযুক্ত করা হয়েছিল।
২৩ অম্রমীয়, যিষ্হরীয়, হিব্রোণীয় ও উষীয়েলীয়দের মধ্য থেকে
২৪ শবূয়েল, যিনি মোশির ছেলে গের্শোমের ছেলে। শবূয়েল একজন নেতা ছিলেন আর তাকে ভাণ্ডারের কক্ষগুলোর উপর নিযুক্ত করা হয়েছিল।
২৫ শবূয়েলের ভাই অর্থাৎ ইলীয়েষরের বংশধরেরা হল: ইলীয়েষরের ছেলে রহবিয়, রহবিয়ের ছেলে যিশায়াহ, যিশায়াহের ছেলে যোরাম, যোরামের ছেলে সিখ্রি এবং সিখ্রির ছেলে শলোমোৎ।
২৬ এই শলোমোৎকে এবং তার ভাইদের এমন জিনিসের কোষাগারগুলোর উপর নিযুক্ত করা হয়েছিল, যেগুলো পবিত্র করা হয়েছে। এই জিনিসগুলোকে রাজা দায়ূদ, বিভিন্ন বাবার বংশের প্রধান ব্যক্তিরা, হাজার ও এক-শো জনের অধ্যক্ষেরা এবং সেনাপতিরা পবিত্র করেছিলেন।
২৭ তারা যুদ্ধ থেকে লুট করে আনা জিনিসগুলো পবিত্র করেছিলেন, যাতে যিহোবার গৃহ রক্ষণাবেক্ষণ করা যায়।
২৮ তাদের সেই জিনিসগুলোর উপরও নিযুক্ত করা হয়েছিল, যেগুলোকে দর্শক শমূয়েল, কীশের ছেলে শৌল, নেরের ছেলে অব্নের এবং সরূয়ার ছেলে যোয়াব পবিত্র করেছিলেন। পবিত্র করা প্রতিটা জিনিস শলোমীৎ এবং তার ভাইদের অধীনে রাখা হয়েছিল।
২৯ যিষ্হরীয়দের মধ্য থেকে কননিয় এবং তার ছেলেদের ঈশ্বরের গৃহের বাইরে বিভিন্ন কাজ দেওয়া হয়েছিল। তারা ইজরায়েলে আধিকারিক* ও বিচারক ছিলেন।
৩০ হিব্রোণীয়দের মধ্য থেকে হশবিয় এবং তার ভাইদের মোট ১,৭০০ জন দক্ষ লোককে ইজরায়েলে জর্ডনের পশ্চিম দিকের এলাকার উপর নিযুক্ত করা হল। যিহোবার সেবায় এবং রাজার সেবায় তাদের এই দায়িত্বগুলোই ছিল।
৩১ হিব্রোণীয়দের মধ্যে যিরিয় তার বাবার বংশ থেকে আসা হিব্রোণীয়দের প্রধান ছিল। দায়ূদের রাজত্বের ৪০তম বছরে হিব্রোণীয়দের মধ্যে শক্তিশালী ও দক্ষ ব্যক্তিদের খোঁজা হল আর তাদের গিলিয়দের যাসেরে পাওয়া গেল।
৩২ যিরিয়ের ভাইদের সংখ্যা ২,৭০০। তারা সবাই দক্ষ ব্যক্তি এবং তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল। তাই, রাজা দায়ূদ তাদের রূবেণীয়দের, গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশের উপর নিযুক্ত করলেন, যাতে তারা সত্য ঈশ্বরের কাজের এবং রাজার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত কিছুর দেখাশোনা করে।
পাদটীকাগুলো
^ শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ বা “উৎসর্গ।”
^ বা “কর্মকর্তা।”