শমূয়েলের প্রথম পুস্তক ২৯:১-১১
২৯ পলেষ্টীয়দের সমস্ত সৈন্য অফেকে একত্রিত হল আর ইজরায়েলীয়েরা যিষ্রিয়েলের ঝরনার কাছে শিবির স্থাপন করল।
২ পলেষ্টীয়দের শাসনকর্তারা এক-শো জন সৈন্যের এবং হাজার জন সৈন্যের দল নিয়ে এগোতে লাগলেন। তাদের পিছনে দায়ূদ এবং তার লোকেরা আখীশের সঙ্গে সঙ্গে যাচ্ছিল।
৩ কিন্তু, পলেষ্টীয়দের অধ্যক্ষেরা জিজ্ঞেস করলেন: “এই ইব্রীয় লোকেরা এখানে কী করছে?” আখীশ সেই অধ্যক্ষদের বললেন: “এ দায়ূদ, ইজরায়েলের রাজা শৌলের সেবক। এ এক বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাস করছে। যখন থেকে এ নিজের রাজার কাছ থেকে পালিয়ে আমার কাছে চলে এসেছে, তখন থেকে আমি এর মধ্যে খারাপ কিছু খুঁজে পাইনি।”
৪ কিন্তু, পলেষ্টীয়দের অধ্যক্ষেরা আখীশের উপর প্রচণ্ড রেগে গেলেন আর তাকে বললেন: “ওই লোকটাকে ফেরত পাঠিয়ে দাও। ওকে বলো, তুমি ওকে যে-জায়গা দিয়েছ, ও যেন সেখানে ফিরে যায়। ওকে আমাদের সঙ্গে যুদ্ধে আসতে দিয়ো না কারণ যুদ্ধে ও হয়তো ঘুরে আমাদেরই আক্রমণ করবে। কে জানে, ও হয়তো আমাদের লোকদের মাথা কেটে নিজের রাজার কাছে নিয়ে যাবে। নিজের রাজাকে খুশি করার এর চেয়ে ভালো সুযোগ আর কীই-বা হতে পারে?
৫ এ কি সেই দায়ূদই নয়, যার বিষয়ে লোকেরা নাচতে নাচতে এই গান গেয়েছিল:
‘শৌল মারলেন হাজার হাজারআর দায়ূদ মারলেন লক্ষ লক্ষ’?”
৬ তাই, আখীশ দায়ূদকে ডেকে বললেন: “জীবন্ত ঈশ্বর যিহোবার নামে দিব্য করে বলছি, তুমি একজন সৎ ব্যক্তি। আমি তো খুবই খুশি যে, তুমি আমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ কারণ যখন থেকে তুমি আমার কাছে এসেছ, তখন থেকে আমি তোমার মধ্যে খারাপ কিছু খুঁজে পাইনি। কিন্তু, বাকি শাসনকর্তারা তোমাকে বিশ্বাস করেন না।
৭ তাই, এখন তুমি শান্তিতে ফিরে যাও আর এমন কোনো কাজ কোরো না, যাতে পলেষ্টীয় শাসনকর্তারা অসন্তুষ্ট হন।”
৮ তখন দায়ূদ আখীশকে বললেন: “কিন্তু কেন? আমি কী করেছি? যখন থেকে আপনার দাস আপনার কাছে এসেছে, তখন থেকে আজ পর্যন্ত আপনি কি আমার মধ্যে খারাপ কিছু খুঁজে পেয়েছেন? তাই হে আমার প্রভু মহারাজ, কেন আমি আপনার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনার সঙ্গে যেতে পারব না?”
৯ আখীশ দায়ূদকে বললেন: “আমার তো এই বিষয়ে পূর্ণ আস্থা রয়েছে যে, তুমি একজন ভালো ব্যক্তি, একেবারে ঈশ্বরের স্বর্গদূতের মতো। কিন্তু, পলেষ্টীয়দের অধ্যক্ষেরা তোমার বিষয়ে বলেছেন, ‘ওকে আমাদের সঙ্গে যুদ্ধে আসতে দিয়ো না।’
১০ তাই, কাল তুমি ভোর বেলায় ওঠো আর তোমার সঙ্গে তোমার প্রভুর যে-দাসেরা এসেছে, তাদের নিয়ে আলো ফোটার সঙ্গেসঙ্গে ফিরে যাও।”
১১ তাই, পরের দিন দায়ূদ এবং তার লোকেরা ভোর বেলায় উঠলেন, যাতে তারা পলেষ্টীয়দের দেশে ফিরে যান। আর পলেষ্টীয় সেনাবাহিনী উপরে যিষ্রিয়েলে গেল।