‘ঈবরের কাছ থকে সুসমাচার!’ ধারাবাহিক ভিডিও

ঈশ্বরের কি কোনো নাম আছে?

ঈশ্বরের অনেক উপাধি রয়েছে, যেগুলোর অন্তক্ত হল সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা এবং সদাপ্রভু। কিন্তু, ঈশ্বরের ব্যক্তিগত নাম বাইবেলে ৭,০০০-রেরও বেশি বার ব্যবহার করা হয়েছে।

বাইবেলের গ্রন্থকার কে?

এটির বিষয়বস্তু যদি মানুষই লিখে থাকেন, তা হলে এটিকে কি সত্যিই ঈশ্বরের বাক্য বলা যেতে পারে? বাইবেলের মধ্যে কার ধারণা তুলে ধরা হয়েছে?

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য?

বাইবেল যদি ঈশ্বরের কাছ থেকেই এসে থাকে, তা হলে এটি অন্য যেকোনো বইয়ের চেয়ে আলাদা হওয়া উচিত।

ঈশ্বর কেন পৃথিবী সৃষ্টি করেছেন?

আমাদের পৃথিবীকে চমৎকারভাবে সৃষ্টি করা হয়েছে। এটা সূর্য থেকে একেবারে সঠিক দূরত্বে রয়েছে, এটার হেলানো অবস্থান একেবারে সঠিকভাবে রাখা হয়েছে এবং এটাকে একেবারে সঠিক আবর্তন গতি দেওয়া হয়েছে। ঈশ্বর কেন পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন?

মৃত ব্যক্তিরা কোন অবস্থায় রয়েছে?

বাইবেল এমন এক সময়ের সম্বন্ধে প্রতিজ্ঞা করে যখন অনেক লোক মৃত অবস্থা থেকে পুনরুত্থিত হয়ে ফিরে আসবে, ঠিক যেমনটা লাসারের ক্ষেত্রে হয়েছিল।

যিশু কেন মারা গিয়েছিলেন?

বাইবেল যিশুর মৃত্যুকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। তাঁর মৃত্যুর পিছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে?

কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?

অনেকে জিজ্ঞেস করে, কেন পৃথিবীতে এত দুঃখকষ্ট রয়েছে। বাইবেল এই প্রশ্নের এক সন্তোষজনক ও সান্ত্বনাদায়ক উত্তর দেয়।

ঈশ্বরের রাজ্য কী?

যিশু তাঁর পরিচর্যার সময়, অন্য যেকোনো বিষয়ের চেয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বেশি শিক্ষা দিয়েছিলেন। শত শত বছর ধরে তাঁর অনুসারীরা সেই রাজ্য আসার বিষয়ে প্রার্থনা করে এসেছে।

ঈশ্বর কি সমস্ত ধরনের উপাসনা অনুমোদন করেন?

অনেক লোকে মনে করে যে, আপনি কোন ধর্মে বিশ্বাস করেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।