বাইবেল বলে, এটি “ঈশ্বরের বাক্য” আর ঈশ্বর “মিথ্যাকথনে অসমর্থ।” (১ থিষলনীকীয় ২:১৩; তীত ১:২) এটা কি সত্য না কি বাইবেলে শুধু পৌরাণিক কাহিনি ও রূপকথা রয়েছে?
বাইবেল যে শুধুমাত্র বিজ্ঞানীদের ব্যাখ্যা করার বহু পূর্বে সঠিকভাবে প্রাকৃতিক জগতের মৌলিক বিষয়গুলো সম্বন্ধে বর্ণনা করে, তা-ই নয় কিন্তু এটি বিভিন্ন শাসনব্যবস্থার উত্থান-পতন সম্বন্ধে ভবিষ্যৎদ্বাণী করে আর সেইসঙ্গে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দেয়।