এপ্রিল ২২-২৮
১ করিন্থীয় ১৪-১৬
গান ১৬ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরই ‘সর্ব্বেসর্ব্বা’ হবেন”: (১০ মিনিট)
১করি ১৫:২৪, ২৫—মশীহ রাজ্য ঈশ্বরের সমস্ত শত্রুকে ধ্বংস করবে (প্রহরীদুর্গ ৯৮ ৭/১ ২১ অনু. ১০)
১করি ১৫:২৬—মৃত্যু বিলুপ্ত হবে (ঈশ্বরের রাজ্য শাসন করছে! ২৩৭ অনু. ২১, ইংরেজি)
১করি ১৫:২৭, ২৮—খ্রিস্ট যিহোবার হাতে রাজ্য সমর্পণ করবেন (প্রহরীদুর্গ ১২ ৯/১৫ ১২ অনু. ১৭)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
১করি ১৪:৩৪, ৩৫—প্রেরিত পৌল কি নারীদের কথা বলতে নিষেধ করেছেন? (প্রহরীদুর্গ ১২ ৯/১ ৯, বাক্স, ইংরেজি)
১করি ১৫:৫৩—অমরতা ও অক্ষয়তা বলতে কী বোঝায়? (প্রহরীদুর্গ ০৯ ২/১৫ ২৫ অনু. ৬; প্রহরীদুর্গ ৯৮ ৭/১ ২০ অনু. ৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ১করি ১৪:২০-৪০ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
প্রথম পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (দেখানোর প্রয়োজন নেই) ও আলোচনা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৭
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৫ এবং প্রার্থনা