জানুয়ারি ১০-১৬
বিচারকর্তৃগণের বিবরণ ১৭-১৯
গান ১১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরের আদেশ অমান্য করলে বিভিন্ন সমস্যা আসে”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
বিচার ১৯:১৮—কেন নতুন জগৎ অনুবাদ ইংরেজি বাইবেলের ২০১৩ সালের পরিমার্জিত সংস্করণে এই পদে যিহোবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে? (প্রহরীদুর্গ ১৫ ১২/১৫ ১০ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) বিচার ১৭:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। পুনর্সাক্ষাৎ: প্রার্থনা সাহায্য করে—যিশা ৪৮:১৭, ১৮ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) কথাবার্তার নমুনা দিয়ে শুরু করুন। এরপর চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন এবং পাঠ ০১ ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবার বন্ধু হও—তোমার বাবা-মার বাধ্য হও: (১০ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, সম্ভব হলে আগে থেকে বাছাই করা কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: জেসন কীভাবে তার মায়ের অবাধ্য হয়েছিল? জেসন তার ভুল ঠিক করার জন্য কী করেছিল? কেন তোমার বাবা-মায়ের বাধ্য হওয়া উচিত?
স্থানীয় প্রয়োজন: (৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) সুখী পরিবার ভূমিকা এবং খণ্ড ১
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৬ এবং প্রার্থনা