সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

সৃষ্টি দেখে আমরা যিহোবার উপর আরও বেশি নির্ভর করি

সৃষ্টি দেখে আমরা যিহোবার উপর আরও বেশি নির্ভর করি

যিহোবা সবসময় জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো! এটা মনে রেখে তাঁর নির্দেশনা মেনে চলা বুদ্ধিমানের কাজ। (হিতো ১৬:৩, ৯) কিন্তু, তাঁর নির্দেশনা থেকে আমাদের চিন্তাভাবনা যখন আলাদা হয়, তখন আমরা কী করব? সেইসময় আমরা যদি তাঁর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করি, তা হলে আমরা নিজেদের উপর নয় বরং যিহোবার উপর আরও বেশি নির্ভর করব।—হিতো ৩০:২৪, ২৫; রোমীয় ১:২০.

এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট? কীভাবে পিঁপড়েরা ভিড় করা এড়িয়ে চলে? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বেশিরভাগ পিঁপড়ে রোজ কী করে থাকে?

  • কীভাবে পিঁপড়েরা ভিড় করা এড়িয়ে চলে?

  • পিঁপড়েরা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা থেকে মানুষ কী শিখতে পারে?

এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট? ভ্রমর যেভাবে প্রচণ্ড বাতাসের মধ্যেও উড়তে পারে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ছোটো বিমান চালাতে গিয়ে মানুষকে কোন সমস্যার মুখোমুখি হতে হয়?

  • ভ্রমর কীভাবে প্রচণ্ড বাতাসের মধ্যেও উড়তে পারে?

  • ভ্রমরের বুদ্ধি দেখে মানুষ ভবিষ্যতে কী তৈরি করতে পারে?

আপনার চারপাশের সৃষ্টি দেখে আপনি কি বুঝতে পারেন, যিহোবা কতটা বুদ্ধির সঙ্গে সমস্ত কিছু সৃষ্টি করেছেন?