সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন

বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন

মণ্ডলীর সভাগুলো বিশুদ্ধ উপাসনার খুবই গুরুত্বপূর্ণ এক অংশ। (গীত ২২:২২) যারা যিহোবার উপাসনা করার জন্য একসঙ্গে মিলিত হয়, তারা সবাই আনন্দ ও আশীর্বাদ লাভ করে। (গীত ৬৫:৪) বাইবেল ছাত্র-ছাত্রীরা যখন নিয়মিতভাবে সভায় যোগ দেয়, তখন তারা আরও দ্রুত উন্নতি করে থাকে।

কীভাবে আপনি আপনার বাইবেল ছাত্র-ছাত্রীকে সভায় যোগ দেওয়ার জন্য সাহায্য করতে পারেন? সভায় যোগ দেওয়ার জন্য তাদের বার বার আমন্ত্রণ জানান। কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটা তাদের দেখান। সভায় যোগ দিয়ে কোন কোন উপকার পাওয়া যায়, তা তাদের বলুন। (চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১০, ইংরেজি) তাকে আগের কোনো সভায় আপনি যা শিখেছেন, তা বলতে পারেন অথবা পরের কোনো সভায় কী আলোচনা করা হবে, তা জানাতে পারেন। সভায় যে-সাহিত্যাদি ব্যবহার করা হবে, সেগুলো আপনার ছাত্র-ছাত্রীকে দিন অথবা JW লাইব্রেরি অ্যাপ থেকে “Meetings” ট্যাব দেখান। এ ছাড়া, ছাত্র-ছাত্রীর প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য করুন, যেমন তাকে সভায় নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনার ছাত্র বা ছাত্রী যখন প্রথম সভায় যোগ দেবেন, তখন আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে।—১করি ১৪:২৪, ২৫.

আপনার বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • জেডকে মণ্ডলীর একটা সভায় আমন্ত্রণ জানানোর জন্য নীতা কোন সুযোগ কাজে লাগায়?

  • যখন কোনো বাইবেল ছাত্র বা ছাত্রী সভায় যোগ দেন, তখন কেন আমাদের আনন্দ লাগে?

  • “ঈশ্বর সত্যিই তোমাদের মধ্যে রয়েছেন”

    জেড যখন প্রথম সভায় যোগ দেয়, তখন তার কেমন লাগে?