ফেব্রুয়ারি ২১-২৭
১ শমূয়েল ৬-৮
গান ৪৬ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনার রাজা কে?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১শমূ ৭:৩—এই শাস্ত্রপদ আমাদের পরিবর্তন ও অনুতপ্ত হওয়ার বিষয়ে কী শেখায়? (প্রহরীদুর্গ ০২ ৪/১ ১২ অনু. ১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১শমূ ৭:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তা যে-বিষয়ে কথা বললেন, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত একটা পত্রিকা তাকে দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনা দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে আমাদের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার পাঠ ০৩ সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)
আপনি কি মার্চ কিংবা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে চান?: (৫ মিনিট) ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র ১৬ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) সুখী পরিবার খণ্ড ৭
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪১ এবং প্রার্থনা