সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

বাইবেল ছাত্রদের কুসংসর্গ এড়িয়ে চলতে সাহায্য করুন

বাইবেল ছাত্রদের কুসংসর্গ এড়িয়ে চলতে সাহায্য করুন

যিহোবার বন্ধু হতে হলে বাইবেল ছাত্র-ছাত্রীদের ভালো বন্ধুবান্ধব বাছাই করতে হবে। (গীত ১৫:১, ৪) ভালো বন্ধুরা তাদের সঠিক কাজ করার জন্য উৎসাহিত করবে।—হিতো ১৩:২০; চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৪৮, ইংরেজি

আপনি যখন বাইবেল ছাত্র-ছাত্রীদের কুসংসর্গ বা খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা এড়িয়ে চলতে সাহায্য করেন, তখন তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। জগতের বন্ধুদের সঙ্গে মেলামেশা করা বাদ দেওয়া হয়তো তাদের জন্য কঠিন হতে পারে। তাই, বাইবেল অধ্যয়নের সময় ছাড়াও অন্যান্য সময়ে তাদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখান। আপনি তাদের মেসেজ পাঠাতে, ফোন করতে অথবা তাদের সঙ্গে দেখা করতে পারেন। বাইবেল ছাত্র-ছাত্রীরা যদি উন্নতি করতে থাকে, তা হলে ভাই-বোনদের সঙ্গে মেলামেশা করার জন্য তাদের আমন্ত্রণ জানান। এতে তারা স্পষ্ট বুঝতে পারবে, তারা যা হারিয়েছে, সেটার চেয়েও অনেক বেশি লাভ করেছে। (মার্ক ১০:২৯, ৩০) এভাবে যিহোবার পরিবারকে বড়ো হতে দেখে আপনিও আনন্দ পাবেন।

আপনার বাইবেল ছাত্রদের কুসংসর্গ এড়িয়ে চলতে সাহায্য করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কুসংসর্গ বা খারাপ মেলামেশা কী? (১করি ১৫:৩৩)

  • জেড খ্রিস্টীয় মেলামেশা কেমন হবে বলে কল্পনা করেছিল?

  • নীতা কীভাবে জেডকে ভালো বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে সাহায্য করেছিল?