আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা জানুয়ারি ২০১৭
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-33 ট্র্যাক্ট অর্পণ করার এবং শেষকালের চিহ্ন সম্বন্ধে সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা তাঁর লোকেদের যত্ন নেন
একজন উদার নিমন্ত্রণকর্তার মতো যিহোবা ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে সবচেয়ে উত্তম আধ্যাত্মিক খাদ্য জোগান।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“এক রাজা ধার্ম্মিকতায় রাজত্ব করিবেন”
রাজা যিশু, প্রাচীনদের জুগিয়েছেন, যারা পালের যত্ন নেন। তারা আধ্যাত্মিক নির্দেশনা ও উৎসাহ প্রদান করার মাধ্যমে পালের মেষদের জন্য স্বস্তি নিয়ে আসেন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
হিষ্কিয় তার বিশ্বাসের জন্য পুরস্কার লাভ করেন
অশূরীয়রা বিভিন্ন যুক্তি ব্যবহার করে, যাতে যিহুদিরা কোনোরকম যুদ্ধ ছাড়াই হাল ছেড়ে দেয় কিন্তু যিহোবা যিরূশালেমকে প্রতিরক্ষা করার জন্য তাঁর একজন স্বর্গদূতকে পাঠান।
খ্রিস্টীয় জীবনযাপন
“হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি”
ভালো ও মন্দ উভয় সময়ই যিহোবা ঈশ্বরের উপর নির্ভর করা খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে হিষ্কিয় দেখিয়েছিলেন, তিনি ঈশ্বরের উপর নির্ভর করেন?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
ঈগলের ওড়ার প্রক্রিয়া চমৎকারভাবে তুলে ধরে যে, কীভাবে আমরা ঈশ্বরের জোগানো শক্তির সাহায্যে আমাদের উপাসনা চালিয়ে যেতে পারি।
খ্রিস্টীয় জীবনযাপন
তাড়নার মধ্যে রয়েছে, এমন খ্রিস্টানদের জন্য প্রার্থনা করুন
যে-খ্রিস্টানরা তাড়নার মধ্যে রয়েছে, তাদের সাহায্য করার জন্য আমরা কীভাবে প্রার্থনা করতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা হলেন সত্য ভবিষ্যদ্বাণীর ঈশ্বর
যিশাইয়ের মাধ্যমে যিহোবা ঈশ্বর বাবিল পরাজয়ের প্রায় ২০০ বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বাবিলের প্রতি কী ঘটবে।