জানুয়ারি ২-৮
যিশাইয় ২৪-২৮
গান ১২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা তাঁর লোকেদের যত্ন নেন”: (১০ মিনিট)
যিশা ২৫:৪, ৫—যিহোবা সেইসমস্ত ব্যক্তির জন্য এক আধ্যাত্মিক আশ্রয়, যারা তাঁকে সেবা করতে চায় (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ২৭২ অনু. ৫, ইংরেজি)
যিশা ২৫:৬—যিহোবা তাঁর প্রতিজ্ঞা অনুসারে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাদ্য জোগান (প্রহরীদুর্গ ১৬.০৫ ২৪ অনু. ৪; যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ২৭৩ অনু. ৬-৭)
যিশা ২৫:৭, ৮—শীঘ্রই পাপ ও মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করা হবে (প্রহরীদুর্গ ১৪ ৯/১৫ ২৬ অনু. ১৫; যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ২৭৩-২৭৪ অনু. ৮-৯)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ২৬:১৫—“দেশের সকল সীমা” বিস্তার করার কাজে, কীভাবে আমরা যিহোবাকে সাহায্য করতে পারি? (প্রহরীদুর্গ ১৫ ৭/১৫ ১০ অনু. ১৮)
যিশা ২৬:২০—কী ভবিষ্যদ্বাণীকৃত সুরক্ষামূলক ‘অন্তরাগার’ হিসেবে প্রতীয়মান হবে বলে মনে হয়? (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ২৩ অনু. ১৫-১৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ২৮:১-১৩
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) “নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা”-র উপর ভিত্তি করে আলোচনা। উপস্থাপনার প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। জানুয়ারি মাসে, প্রকাশকদের যদি এমন কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, যিনি আরও গভীর বিষয় নিয়ে আলোচনা করে উপকৃত হবেন, তা হলে তারা চাইলে সেই ব্যক্তির কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্ট অর্পণ করতে পারে। প্রকাশকদের উৎসাহিত করুন, যেন সুযোগ পেলে তারা কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা দেখান।
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট) যদি সময় থাকে, তা হলে “তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিলেন—ঘানায়” শিরোনামের প্রবন্ধ থেকে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরুন, যেটা ২০১৬ সালের ১৫ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ৩ থেকে ৬ পৃষ্ঠায় দেওয়া আছে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৩ অনু. ১-১২
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৩ এবং প্রার্থনা