সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ৪-১০

মার্ক ১৫-১৬

জুন ৪-১০
  • গান ৪৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিশু ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেছিলেন”: (১০ মিনিট)

    • মার্ক ১৫:৩-৫—তাঁকে অভিযুক্ত করা হলেও তিনি নীরব ছিলেন

    • মার্ক ১৫:২৪, ২৯, ৩০—তাঁর জামাকাপড়ের জন্য গুলিবাঁট করা হয়েছিল ও তাঁকে উপহাস করা হয়েছিল (“তাঁর জামাকাপড় ভাগ করে নিল” স্টাডি নোট—মার্ক ১৫:২৪, nwtsty; তাদের মাথা নেড়ে” স্টাডি নোট—মার্ক ১৫:২৯, nwtsty)

    • মার্ক ১৫:৪৩, ৪৬—তাঁকে ধনী ব্যক্তিদের সঙ্গে কবর দেওয়া হয়েছিল (“যোষেফ” স্টাডি নোট—মার্ক ১৫:৪৩, nwtsty)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • মার্ক ১৫:২৫—যিশুকে দণ্ডে বিদ্ধ করার সময় নিয়ে যে-অসামঞ্জস্যতা রয়েছে, সেটার পিছনে হয়তো কোন কোন কারণ থাকতে পারে? (“তৃতীয় ঘণ্টায়” স্টাডি নোট—মার্ক ১৫:২৫, nwtsty)

    • মার্ক ১৬:৮—কেন নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলে মার্কের সুসমাচারের মূল পাঠ্যাংশে কোনো দীর্ঘ অথবা সংক্ষিপ্ত উপসংহার অন্তর্ভুক্ত করা হয়নি? (“কারণ তারা ভয় পেয়েছিলেন” স্টাডি নোট—মার্ক ১৬:৮, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মার্ক ১৫:১-১৫

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন