আগস্ট ৯-১৫
দ্বিতীয় বিবরণ ২৪-২৬
গান ৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“কীভাবে ব্যবস্থায় নারীদের প্রতি যিহোবার চিন্তা প্রকাশ পায়?”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
দ্বিতীয় ২৪:১—কেন আমাদের এই উপসংহারে আসা উচিত নয়, মোশির ব্যবস্থা অনুযায়ী একজন পুরুষ সহজেই তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে পারতেন? (প্রহরীদুর্গ ১৯.০২ ২১ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) দ্বিতীয় ২৬:৪-১৯ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে কোনো একটা প্রকাশনা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১৯.০৬ ২৩-২৪ অনু. ১৩-১৬—মূলভাব: কীভাবে আমরা বিধবা ও বিপত্নীকদের সান্ত্বনা দিতে এবং সাহায্য করতে পারি? (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টীয় জীবনযাপন
“বয়স্ক নারীদের সঙ্গে মায়ের মতো, যুবতীদের সঙ্গে নিজের বোনের মতো আচরণ করুন”: (১৫ মিনিট) আলোচনা। মণ্ডলীতে সেই ব্যক্তিদের প্রতি অনন্ত প্রেম দেখান—যারা বিধবা ও পিতৃহীন শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১০ অনু. ১-৯
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪২ এবং প্রার্থনা