নভেম্বর ১-৭
যিহোশূয়ের পুস্তক ১৮-১৯
গান ২ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা বিজ্ঞতার সঙ্গে দেশ ভাগ করে দেন”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
যিহো ১৮:১-৩—কোন কারণে হয়তো ইজরায়েলীয়েরা জর্ডনের পশ্চিমে যে-এলাকা ছিল, সেখানে যাওয়ার ক্ষেত্রে দেরি করেছিল? (অন্তর্দৃষ্টি-১ ৩৫৯ অনু. ৫, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) যিহো ১৮:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ২)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: সুসমাচার—গীত ৩৭:১০, ১১ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৪ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর প্রহরীদুর্গ, নং ২, ২০২১ সংখ্যার পত্রিকা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
প্রথম সাক্ষাৎ: (৪ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনাদের ভালোবাসার জন্য যিহোবাকে ধন্যবাদ দিই”: (১৫ মিনিট) একজন প্রাচীন আলোচনা করবেন। আমরা সবসময় “তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই” শিরোনামের ভিডিওটা দেখান। jw.org ওয়েবসাইটে দেওয়া “যেভাবে আপনার দান ব্যবহার করা হয়” শিরোনামের ধারাবাহিক প্রবন্ধ থেকে দু-একটা আগ্রহজনক বিষয় উল্লেখ করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১৩ অনু. ১৭-২২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৯ এবং প্রার্থনা