ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“একজন ব্যক্তি যদি মারা যান, তা হলে তিনি কি আবারও জীবিত হতে পারেন?”
মানুষ যতই চেষ্টা করুক না কেন, তারা কখনো মৃত্যুর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে না কিংবা কোনো মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে দিতে পারবে না (ইয়োব ১৪:১, ২, ৪, ১০; প্রহরীদুর্গ ৯৯ ১০/১৫ ৩ অনু. ১-৩)
তারপরও এই আশা রয়েছে যে, মৃত ব্যক্তিরা আবারও জীবন ফিরে পেতে পারে (ইয়োব ১৪:৭-৯; প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ৩২ অনু. ১-২)
যিহোবার কাছে তাঁর উপাসকদের আবারও জীবন ফিরিয়ে দেওয়ার কেবল শক্তিই নেই, কিন্তু সেইসঙ্গে তা করার জন্য তিনি উৎসুক হয়ে আছেন (ইয়োব ১৪:১৪, ১৫; প্রহরীদুর্গ ১১ জুলাই-সেপ্টেম্বর ১০ অনু. ৫)
ধ্যানের জন্য: কেন যিহোবা তাঁর উপাসকদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য উৎসুক হয়ে আছেন? এটা জেনে আপনি তাঁর সম্বন্ধে কেমন অনুভব করেন?