বাইবেল একজন গুণবতী স্ত্রী সম্বন্ধে বর্ণনা করে
হিতোপদেশ ৩১ অধ্যায়ে, রাজা লমূয়েল তার মায়ের কাছ থেকে যে-ভারবাণী বা অতি গুরুত্বপূর্ণ পরামর্শ লাভ করেছিলেন, সেই বিষয়ে লিপিবদ্ধ করা রয়েছে। তার মায়ের বিজ্ঞ পরামর্শ থেকে তিনি শিখতে পেরেছিলেন যে, একজন গুণবতী স্ত্রীর মধ্যে কোন গুণগুলো থাকা প্রয়োজন।
একজন গুণবতী স্ত্রী হলেন নির্ভরযোগ্য
-
যখন পরিবারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তিনি বশীভূত থেকেও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন
-
ছোটোখাটো প্রতিটা বিষয়ে স্ত্রীকে তার অনুমতি নেওয়ার জন্য জোর না করে স্বামী দেখান যে, বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি তার স্ত্রীর উপর নির্ভর করেন
একজন গুণবতী স্ত্রী হলেন পরিশ্রমী
-
তিনি বুঝে-শুনে খরচ করতে জানেন এবং সংযতভাবে জীবনযাপন করেন, যাতে তার পরিবারের সদস্যরা পরিপাটিভাবে পোশাক-আশাক পরতে, মার্জিত থাকতে এবং পর্যাপ্ত খাবার পেতে পারে
-
তিনি কঠোর পরিশ্রম করেন এবং রাত-দিন পরিবারের যত্ন নেন