আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ফেব্রুয়ারি ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সজাগ হোন! পত্রিকা এবং ঈশ্বরের কথা শুনুন ব্রোশার অর্পণ করার ধারণা। নিজের উপস্থাপনা নিজে তৈরি করার উদাহরণ ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
সত্য উপাসনার প্রতি নহিমিয়ের ভালোবাসা ছিল
যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করার এবং সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নহিমিয়ের আন্তরিক প্রচেষ্টা মনের চোখে কল্পনা করুন। (নহিমিয় ১-৪)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
নহিমিয় একজন অসাধারণ অধ্যক্ষ ছিলেন
তিনি ইস্রায়েলীয়দের সাহায্য করেছিলেন, যেন তারা সত্য উপাসনা করে আনন্দিত হয়। খ্রিস্টপূর্ব ৪৫৫ সালের তিসরি মাসে যিরূশালেমের বিভিন্ন ঘটনা কল্পনা করুন (নহিমিয় ৮:
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বিশ্বস্ত উপাসকরা ঈশ্বরের দ্বারা নির্দেশিত ব্যবস্থাকে সমর্থন করে
নহিমিয়ের দিনে যিহোবার লোকেরা আনন্দ সহকারে সত্য উপাসনাকে বিভিন্ন উপায়ে সমর্থন করেছিল। (নহিমিয় ৯-১১)
খ্রিস্টীয় জীবনযাপন
সর্বোত্তম জীবন
যিহোবার সংগঠনে যুবক-যুবতীদের এক পরিতৃপ্তিদায়ক জীবন উপভোগ করার জন্য বিভিন্ন রকমের সুযোগ রয়েছে। ভিডিও নিয়ে আলোচনা করার জন্য প্রশ্ন ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
নহিমিয়ের কাছ থেকে ব্যাবহারিক শিক্ষা
সত্য উপাসনার পক্ষসমর্থন করার বিষয়ে নহিমিয়ের উদ্যোগ মনের চোখে কল্পনা করুন। (নহিমিয় ১২-১৩)
খ্রিস্টীয় জীবনযাপন
আপনার এলাকার প্রত্যেককে স্মরণার্থ সভার জন্য আমন্ত্রণ জানান!
২০১৬ সালের আমন্ত্রণপত্রের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। আগ্রহ দেখায় এমন যে-কোনো ব্যক্তির আগ্রহ বাড়ানোর জন্য এই পদক্ষেপগুলো নিন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইষ্টের ঈশ্বরের লোকেদের পক্ষে দৃঢ় অবস্থান নেন
ইষ্টের যিহোবার লোকেদের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার মাধ্যমে যে-অসাধারণ সাহস দেখিয়েছিলেন, তা কল্পনা করুন। (ইষ্টের ১-৫)