এপ্রিল ১৯-২৫
গণনাপুস্তক ২২-২৪
গান ৪৯ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা অভিশাপকে আশীর্বাদে পরিণত করেন”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
গণনা ২২:২০-২২—কেন বিলিয়মের প্রতি যিহোবার ক্রোধ প্রজ্বলিত হয়েছিল? (প্রহরীদুর্গ ০৪ ৮/১ ২৭ অনু. ২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) গণনা ২৩:১১-২৬ (শিক্ষা দেওয়া পাঠ ২)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
“পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন—ঈশ্বরের বাক্য ব্যবহার করে”: (১০ মিনিট) আলোচনা। শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে ব্যবহার করে শিরোনামের ভিডিওটা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) সুসমাচার ব্রোশারের পাঠ ৫ অনু. ৩-৪ (শিক্ষা দেওয়া পাঠ ৬)
খ্রিস্টীয় জীবনযাপন
“তাড়নার সময় যিহোবা সাক্ষ্য দেওয়ার পথ খুলে দেন”: (১৫ মিনিট) আলোচনা। ভাই দিমিত্রি মিহেলোফের সঙ্গে সাক্ষাৎকার শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ৫ অনু. ২২-২৮ এবং বাক্স
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ২২ এবং প্রার্থনা