প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন
বাইবেল ছাত্রদের যিহোবার বন্ধু হয়ে উঠতে সাহায্য করুন
যিহোবা চান যেন আমরা তাঁকে ভালোবাসি বলে তাঁর সেবা করি। (মথি ২২:৩৭, ৩৮) ঈশ্বরের প্রতি ভালোবাসাই বাইবেল ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় পরিবর্তন করার এবং পরীক্ষার সময় দৃঢ় থাকার জন্য শক্তি জোগাবে। (১যোহন ৫:৩) ঈশ্বরের প্রতি ভালোবাসাই তাদের বাপ্তিস্ম নিতে উৎসাহিত করবে।
আপনার বাইবেল ছাত্র-ছাত্রীদের এটা বুঝতে সাহায্য করুন যে, ঈশ্বর তাদের ভালোবাসেন। তাদের এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন: “এটা যিহোবা সম্বন্ধে আপনাকে কী শিক্ষা দেয়?” কিংবা “এটা কীভাবে দেখায়, ঈশ্বর আপনাকে ভালোবাসেন?” কীভাবে যিহোবা নির্দিষ্টভাবে তাদের সাহায্য করছেন, তা তাদের বুঝতে সাহায্য করুন। (২বংশা ১৬:৯) যিহোবা কীভাবে আপনার নির্দিষ্ট প্রার্থনাগুলোর উত্তর দিয়েছেন, তা তাদের বলুন এবং যিহোবা কীভাবে তাদের প্রার্থনাগুলোর উত্তর দেন, তা লক্ষ করার জন্য তাদের উৎসাহিত করুন। আমরা যখন দেখি, বাইবেল ছাত্র-ছাত্রীরা তাদের প্রতি যিহোবার প্রেম উপলব্ধি করে এবং তারাও তাঁর প্রতি তাদের প্রেম প্রকাশ করে এবং তাঁর বন্ধু হতে চায়, তখন আমরা অনেক আনন্দিত হই।
আপনার বাইবেল ছাত্রদের যিহোবার বন্ধু হয়ে উঠতে সাহায্য করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
জেড কোন বাধার মুখোমুখি হয়েছিল?
-
নীতা কীভাবে জেডকে সাহায্য করেছিল?
-
জেড কীভাবে সেই বাধা কাটিয়ে উঠতে পেরেছিল?