সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

কারা আপনার অনলাইন বন্ধু?

কারা আপনার অনলাইন বন্ধু?

একজন বন্ধু হলেন সেই ব্যক্তি, “যিনি অন্যকে ভালোবাসেন অথবা সম্মান করেন আর সবসময় তার পাশে থাকেন।” যেমন, দায়ূদ গলিয়াৎকে হত্যা করার পর, যোনাথন ও দায়ূদের মধ্যে অটুট বন্ধুত্ব গড়ে উঠেছিল। (১শমূ ১৮:১) দু-জনের মধ্যেই এমন গুণাবলি ছিল, যেগুলো দেখে তারা একে অন্যের বন্ধু হয়ে উঠেছিল। তাই, ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলার জন্য একে অপরকে সঠিকভাবে জানা প্রয়োজন। আর ব্যক্তিগতভাবে কাউকে জানার জন্য সাধারণত সময় ও প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে লোকেরা কেবল মাউসে একটা ক্লিক করেই “বন্ধু” হয়ে উঠতে পারে। যেহেতু অনলাইনে লোকেরা কী বলবে, তা তারা আগে থেকেই ঠিক করে রাখতে পারে আর অন্যেরা তাদের সম্বন্ধে কী চিন্তা করবে, সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে, তাই নিজেদের আসল চেহারা লুকিয়ে রাখা তাদের জন্য খুবই সহজ। সুতরাং, অনলাইনে কাদের বন্ধু হিসেবে বাছাই করবেন, সেই ব্যাপারে সতর্কতার সঙ্গে চিন্তা করা ভালো। যাদের আপনি একেবারেই জানেন না, তারা যখন বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ পাঠায়, তখন তা প্রত্যাখ্যান করতে ভয় পাবেন না। কখনো এইরকম চিন্তা করবেন না, তারা দুঃখ পাবে বলে তাদের আমন্ত্রণ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করার দ্বারা কোন কোন বিপদ আসতে পারে, সেটা চিন্তা করে কেউ কেউ সেগুলো একেবারেই ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু, আপনি যদি এইরকম কোনো মাধ্যম ব্যবহার করার কথা চিন্তা করেন, তা হলে কোন বিষয়গুলো আপনার মনে রাখা উচিত?

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে বিচক্ষণ হও শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • মন্তব্য ও ছবি পোস্ট করার আগে আপনার কী নিয়ে চিন্তা করা উচিত?

  • কেন আপনার সতর্কতার সঙ্গে অনলাইন বন্ধুদের বাছাই করা উচিত?

  • আপনি কতটা সময় ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করবেন, সেই বিষয়ে কেন আপনার সীমা নির্ধারণ করা উচিত?—ইফি ৫:১৫, ১৬