মার্চ ৭-১৩
ইষ্টের ৬-১০
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ইষ্টের যিহোবার এবং তাঁর লোকেদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন”: (১০ মিনিট)
ইষ্টের ৮:৩, ৪—যদিও ইষ্টের সুরক্ষিত ছিলেন, কিন্তু তিনি অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেন (অনুকরণ করুন ১৪৩ অনু. ২৪-২৫; প্রহরীদুর্গ ৮৬ ৩/১৫ ২৫ অনু. ৯, ইংরেজি)
ইষ্টের ৮:৫—রাজা অহশ্বেরশের সঙ্গে ইষ্টের কৌশলতা বজায় রাখেন (প্রহরীদুর্গ ০৬ ৩/১ ১১ অনু. ৮)
ইষ্টের ৮:১৭—অনেকে ধর্মান্তরিত যিহুদি হয় (প্রহরীদুর্গ ০৬ ৩/১ ১১ অনু. ৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
ইষ্টের ৮:১, ২—“সন্ধ্যাকালে” বিন্যামীনের ‘লুট দ্রব্য বণ্টন করিবার’ বিষয়ে যাকোব মৃত্যুশয্যায় যে-ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা কীভাবে পরিপূর্ণ হয়েছিল? (অনুকরণ করুন ১৪২, বাক্স; প্রহরীদুর্গ ১২ ১/১ ২৯ বাক্স, ইংরেজি)
ইষ্টের ৯:১০, ১৫, ১৬—দ্রব্যাদি লুঠ করার আদেশ জারি করলেও, কেন যিহুদিরা তা করা থেকে বিরত ছিল? (প্রহরীদুর্গ ০৬ ৩/১ ১১ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: ইষ্টের ৮:১-৯ (৪ মিনিট বা এর চেয়ে কম)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। তারপর, “পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করে” শিরোনামের প্রবন্ধ আলোচনা করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“আমাদের অতিথিদের স্বাগত জানান”: (১৫ মিনিট) আলোচনা। অতীতে কোনো স্মরণার্থ সভায় নিজে থেকে এগিয়ে গিয়ে অতিথিদের আমন্ত্রণ জানানোর ফলে যে-ভালো অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। চমৎকার কোনো অভিজ্ঞতা অভিনয় করে দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ‘ঈশ্বরের প্রেম’ ২৫১-২৫৩ পৃষ্ঠায় দেওয়া পরিশিষ্ট (৩০ মিনিট)
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৪৭ (৪৮) এবং প্রার্থনা