মার্চ ২৭-এপ্রিল ২
যিরমিয় ১২-১৬
গান ২৪ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ইস্রায়েল যিহোবাকে ভুলে গিয়েছিল”: (১০ মিনিট)
যির ১৩:১-৫—যিরমিয় মসিনা সুতোর এক কটিবন্ধনী লুকিয়ে রাখার বিষয়ে ঈশ্বরের নির্দেশনার বাধ্য হয়েছিলেন, যদিও এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল (যিরমিয় ৫১ অনু. ১৭, ইংরেজি)
যির ১৩:৬, ৭—যিরমিয় যখন দীর্ঘযাত্রা করে সেই কটিবন্ধনী তুলে এনেছিলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন সেটা নষ্ট হয়ে গিয়েছে (যিরমিয় ৫২ অনু. ১৮)
যির ১৩:৮-১১—যিহোবা তুলে ধরেছিলেন, ইস্রায়েলীয়দের একগুঁয়ে মনোভাবের কারণে যিহোবার সঙ্গে তাদের যে-ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তা নষ্ট হয়ে গিয়েছে (যিরমিয় ৫২ অনু. ১৯-২০; অন্তর্দৃষ্টি-১ ১১২১ অনু. ২, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যির ১২:১, ২, ১৪—যিরমিয় কোন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর যিহোবা কী উত্তর দিয়েছিলেন? (যিরমিয় ১১৮ অনু. ১১, ইংরেজি)
যির ১৫:১৭—সংসর্গের বিষয়ে যিরমিয়ের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এবং কীভাবে আমরা তাকে অনুকরণ করতে পারি? (প্রহরীদুর্গ ০৪ ৫/১ ১২ অনু. ১৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ১৩:১৫-২৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র ও ভিডিও—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র ও ভিডিও—পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বক্তৃতা: (৬ মিনিট) প্রহরীদুর্গ ১৬·০৩ ২৯-৩১—মূলভাব: কখন ঈশ্বরের লোকেরা মহতী বাবিলের দ্বারা বন্দি হয়েছিল?
খ্রিস্টীয় জীবনযাপন
“যিহোবাকে স্মরণে রাখার জন্য আপনার পরিবারকে সাহায্য করুন”: (১৫ মিনিট) আলোচনা। শুরুতে “এই যে সকল কথা . . . তাহা তোমার হৃদয়ে থাকুক”—পরিবারের সাক্ষাৎকার শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৯ অনু. ১-১৬
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪১ এবং প্রার্থনা