কথোপকথনের নমুনা
●○○ প্রথম সাক্ষাৎ
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান (মার্চ ৩-৩১): [স্পর্শকাতর এলাকাগুলোতে, কোনো ব্যক্তি যদি বাইবেলের বার্তার প্রতি আগ্রহ দেখান, তা হলে তার কাছে ফিরে গিয়ে আমন্ত্রণপত্র দেওয়া যেতে পারে। সেই সময়ে এই উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে।] আমরা অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করছি। মার্চ মাসের ৩১ তারিখ শনিবার, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশু খ্রিস্টের মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য একত্রিত হবে। আমাদের এলাকায় কখন ও কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। এ ছাড়া, আমরা আপনাকে এর আগের সপ্তাহে একটা বক্তৃতা শোনার জন্যও আমন্ত্রণ জানাচ্ছি, যেটার শিরোনাম “যিশু খ্রিস্ট আসলে কে?”
পরের সাক্ষাতের জন্য: যিশু কেন মারা গিয়েছিলেন?
○●○ প্রথম পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: যিশু কেন মারা গিয়েছিলেন?
শাস্ত্রপদ: মথি ২০:২৮
পরের সাক্ষাতের জন্য: মুক্তির মূল্য কী সম্পাদন করে?
○○● দ্বিতীয় পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: মুক্তির মূল্য কী সম্পাদন করে?
শাস্ত্রপদ: রোমীয় ৬:২৩
পরের সাক্ষাতের জন্য: কীভাবে আমরা মুক্তির মূল্যের প্রতি আমাদের উপলব্ধি দেখাতে পারি?