খ্রিস্টীয় জীবনযাপন
মদ্য-জাতীয় পানীয়ের বিষয়ে বিজ্ঞ সিদ্ধান্ত নিন
মদ্য-জাতীয় পানীয়ের বিষয়ে সমস্ত খ্রিস্টানকে ইন্দ্রিয়দমন করতে হবে। (হিতো ২৩:২০, ২৯-৩৫; ১করি ৬:৯, ১০) একজন খ্রিস্টান যদি মদ্য-জাতীয় পানীয় পান করতে চায়, তা হলে তার তা পরিমিত মাত্রায় পান করা উচিত। এ ছাড়া, তাকে অবশ্যই মদের প্রতি আসক্ত হওয়া এবং অন্যদের হোঁচট খাওয়ার কারণ হওয়া এড়িয়ে চলতে হবে। (১করি ১০:২৩, ২৪; ১তীম ৫:২৩) নিশ্চিতভাবেই, কাউকেই, বিশেষভাবে অল্পবয়সিদের মদ খাওয়ার জন্য চাপ দেওয়া উচিত নয়।
মদ খাওয়ার আগে পরিণতি নিয়ে চিন্তা করো শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কেন সমস্ত খ্রিস্টানের মদ খাওয়ার বিষয়ে সরকারি আইন মেনে চলতে হবে?—রোমীয় ১৩:১-৪.
-
কেন আমাদের লক্ষ রাখা উচিত, যেন অন্যেরা আমাদের মদ খাওয়ার বিষয়ে চাপ না দেয়?—রোমীয় ৬:১৬.
-
কীভাবে আমরা মদ্য-জাতীয় পানীয়ের সঙ্গে যুক্ত বিপদজনক পরিস্থিতিগুলো এড়িয়ে চলতে পারি?