অক্টোবর ২-৮
ইয়োব ১–৩
গান ১৪১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি যিহোবাকে কতটা ভালোবাসেন, তা দেখিয়ে চলুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
ইয়োব ১:১০—এই পদ থেকে আমরা মথি ২৭:৪৬ পদে বলা যিশুর কথাগুলো কীভাবে বুঝতে পারি? (প্রহরীদুর্গ ২১.০৪ ১১ অনু. ৯)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ইয়োব ৩:১-২৬ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং তাকে jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ২২.০১ ১১-১২ অনু. ১১-১৪—মূলভাব: যাকোবের মতো উত্তম শিক্ষক হোন—অন্যদের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং নম্র হোন। (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
আমার মনে হয়েছিল, আমি তো সব কিছুই করছি: (১০ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কেন ভাই বার্ডওয়েলের মনে হয়েছিল, তিনি যিহোবার সেবায় ইতিমধ্যেই অনেক কিছু করছেন?
ভাই যখন মথি ৬:৩৩ পদ নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন, তখন এর ফল কী হয়েছিল?
ভাই বার্ডওয়েলের পরিবারের কাছ থেকে আপনি আর কী শিখেছেন?
“JW.ORG ওয়েবসাইটের হোম পেজ ব্যবহার করে অন্যদের কাছে সাক্ষ্য দিন”: (৫ মিনিট) আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫৯ বিষয় ৬ এবং সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১২৯ এবং প্রার্থনা