গান ৪৬
ধন্যবাদ, যিহোবা
-
১. ধ-ন্য-বাদ যি-হো-বা, জা-নাই প্র-তি-দিন,
দেয় আ-লো তো-মার বা-ক্য চি-র-দিন।
হই খু-শি যে প্রা-র্থ-না শো-নো তু-মি,
তো-মার কা-ছে এ-সে হৃ-দয় খু-লি
-
২. দি-লে প্রি-য় পুত্র-কে স-বার জ-ন্য,
তাই হ-লাম আম-রা ক-ত-ই ধ-ন্য।
আর দি-য়ে-ছ তু-মি পথ চ-লার নি-র্দেশ,
তাই পা-রি মান-তে তো-মার সব আ-দেশ।
-
৩. প্র-চা-রের সু-যো-গের জ-ন্য কৃ-ত-জ্ঞ,
ম-নে ক-রে-ছ আ-মা-দের যো-গ্য।
ধ-ন্য-বাদ, স-রা-বে সব দুঃ-খ-ক-ষ্ট।
তো-মার রা-জ্যে হ-ব যে স-ন্তু-ষ্ট।
(আরও দেখুন গীত. ৫০:১৪; ৯৫:২; ১৪৭:৭; কল. ৩:১৫.)