সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আর কার কাছে যাই বলো?

আর কার কাছে যাই বলো?

ডাউনলোড

  1. ১. আমি শুনেছি যিশুর

    রব সমস্যার দিনে,

    আর রেখেছি পা ঠিক

    তাঁর পায়ের চিহ্নে।

    তাঁর কথা দেয় আলো

    অন্ধকারের মাঝে।

    তাঁর আজ্ঞা মেনে হই

    সফল সব কাজে।

    (প্রি-কোরাস)

    কেন শুনব আমি তা,

    যা শয়তানের অদ্ভূত শিক্ষা?

    যেন না যাই সরে,

    থাকব বাধ্য জীবনজুড়ে।

    (কোরাস)

    আর কার কাছে যাই, বলো?

    হবে কে ঢাল, সমস্যা এলে?

    আর কার কাছে যাই, বলো?

    ওই অচেনা রবে

    কান দিলে ভুল হবে।

    তাই, শুনি যিশুর রব সবসময়।

  2. ২. যিশু উত্তম মেষপালক;

    নিচ্ছেন যত্ন আমার।

    তাঁর শিষ্যরা ঠিক

    যেন এক পরিবার।

    অনন্তজীবনের কথা

    তাঁরই কাছে।

    নয় পরিত্রাণ সম্ভব

    আর কারো নামে।

    (প্রি-কোরাস)

    আমি শুনবই না

    দিয়াবলের অদ্ভূত শিক্ষা।

    যেন না যাই সরে,

    থাকব বাধ্য জীবনজুড়ে।

    (কোরাস)

    আর কার কাছে যাই, বলো?

    হবে কে ঢাল, সমস্যা এলে?

    আর কার কাছে যাই, বলো?

    ওই অচেনা রবে

    কান দিলে ভুল হবে।

    তাই, শুনি যিশুর রব সবসময়।

    (কোরাস)

    আর কার কাছে যাই, বলো?

    হবে কে ঢাল, সমস্যা এলে?

    আর কার কাছে যাই, বলো?

    ওই অচেনা রবে

    কান দিলে ভুল হবে।

    তাই, শুনি যিশুর রব সবসময়।

    আর কার কাছে যাই, বলো?

    যিশুর কথা শুনব সবসময়।