সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবাকে গৌরব দিই

যিহোবাকে গৌরব দিই

(গীতসংহিতা ৯৬:৮)

ডাউনলোড:

  1. ১. কে তো-মার তু-ল্য, যি-হো-বা?

    স্ব-র্গে যে স-র্ব-ম-হান।

    ক-তই দে-খাও ভা-লো-বা-সা!

    তো-মার সে-বায় দে-ব এই প্রাণ।

    রা-তের আ-কাশ অ-সা-মা-ন্য

    দেয় তো-মার শ-ক্তির প্র-মাণ।

    ক-তই যে আ-মি ন-গ-ণ্য,

    ত-বু তো-মার প্রেম কর-লে দান।

    (কোরাস)

    যি-হো-বা চাই, এই ন-তুন গান শো-নো।

    এ-টা দিক গৌ-রব তো-মায়।

    তো-মার ম-তো নেই ঈ-শ্বর আর কো-নো—

    দি-তে চাই আ-মার সব-টাই,

    স-কল গৌ-রব দিই তো-মায়।

  2. ২. তো-মার ম-হি-মা, যি-হো-বা,

    যে-ন এই জী-বন বা-ড়ায়।

    গুণ তো-মার ক-তই অ-পূ-র্ব,

    তা জ-গৎ-কে জা-না-তে চাই।

    সে-বা-তে তো-মার, যি-হো-বা,

    ভী-ষণ আ-ন-ন্দ যে পাই।

    শ-ক্তি তু-মি, তু-মি আ-শ্রয়—

    তো-মার স-ঙ্গে চল-ব স-দাই।

    (কোরাস)

    যি-হো-বা চাই, এই ন-তুন গান শো-নো।

    এ-টা দিক গৌ-রব তো-মায়।

    তো-মার ম-তো নেই ঈ-শ্বর আর কো-নো—

    দি-তে চাই আ-মার সব-টাই,

    স-কল গৌ-রব দিই তো-মায়।

  3. ৩. ন-দী, স-মু-দ্র আর পা-হাড়

    দেয় দে-খো হা-জার প্র-মাণ,

    তো-মার-ই দ-য়া অ-ন-ন্ত

    আর প্রেম অ-ফু-র-ন্ত, অ-ম্লান।

    দে-খি য-খন তো-মার সৃ-ষ্টি,

    পা-রি না থাক-তে নী-রব।

    গৌ-রব, প্র-শং-সা ও প্র-তাপ—

    তু-মি যো-গ্য পা-ওয়ার এই সব।

    (কোরাস)

    যি-হো-বা চাই, এই ন-তুন গান শো-নো।

    এ-টা দিক গৌ-রব তো-মায়।

    তো-মার ম-তো নেই ঈ-শ্বর আর কো-নো—

    দি-তে চাই আ-মার সব-টাই,

    স-কল গৌ-রব দিই তো-মায়।