যিহোবার সেবায় সব কিছু দিয়ে দাও
ডাউনলোড:
১. করেছ প্রচার বাবা-মার সাথে,
মনে পড়ে সেই দিন আজও।
সভায় উত্তর দিতে কী মজায়!
করতে রোজ তুমি প্রার্থনা।
(প্রি-কোরাস)
পুরোনো দিন সেই সব আর নেই আজ, ফেলে এসেছ।
প্রচার নয় সহজ এখন, তবু তুমি ভালোবেসেছ।
তুমি হলে আরও বড়ো, পরিশ্রম করো।
দিয়ো না হাল ছেড়ে কখনো,
পাবে যে পুরস্কার!
(কোরাস)
যিহোবার কাছেতে, জেনো আছে যে
তোমার বিশেষ স্থান।
তাই ঈশ্বরকে ধরো, করো উৎসর্গীকরণ।
আর জেনো এইভাবে
তুমি হবে প্রিয়।
২. বেড়েছে বয়স, বেড়েছে সমস্যা।
তোমার মনে কী হতাশা।
এমন হলে যেন পেয়ো না ভয়,
প্রার্থনা করো সবসময়।
(প্রি-কোরাস)
বাড়লে তোমার বুদ্ধি, যুক্তি, লাগাও তোমার শক্তি
অন্যদের সেবায়। পাবে প্রচুর পরিতৃপ্তি!
তুমি হলে আরও বড়ো, পরিশ্রম করো।
দিয়ো না হাল ছেড়ে কখনো,
পাবে যে পুরস্কার!
(কোরাস)
যিহোবার কাছেতে, জেনো আছে যে
তোমার বিশেষ স্থান।
তাই ঈশ্বরকে ধরো, করো উৎসর্গীকরণ।
আর জেনো এইভাবে
তুমি হবে প্রিয়।
(ব্রিজ)
এগিয়ে যাও আর আনন্দ পাও।
যিহোবার সেবায় সব কিছু দিয়ে দাও।
(কোরাস)
যিহোবার কাছেতে, জেনো আছে যে
তোমার বিশেষ স্থান।
তাই ঈশ্বরকে ধরো, করো উৎসর্গীকরণ।
আর জেনো এইভাবে
তুমি হবে প্রিয়।
(ব্রিজ)
এগিয়ে যাও আর আনন্দ পাও।
যিহোবার সেবায় সব কিছু দিয়ে দাও।
এগিয়ে যাও আর আনন্দ পাও।
যিহোবার সেবায় সব কিছু দিয়ে দাও।