সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

শিশুর মতো

শিশুর মতো

ডাউনলোড:

  • লিড সিট

  1. ১. গর্বের এই জগতে

    চাই শিশুর মতো হতে।

    যিশু ছিলেন হৃদয়ে নম্র।

    তাঁর শিক্ষার আমরা হই বাধ্য।

    ঈশ্বরের মতো নিরপেক্ষ, দিই অন্যদের মূল্য।

    (কোরাস)

    শিশুর মতো, হৃদয় ভরি ভালোবাসায়।

    হই নম্র, সবার মধ্যে দেখি ভালোটাই।

    শিশুর মতো, হই সবসময় দয়ায় পূর্ণ।

    হই নম্র, না করি বৈষম্য কখনো।

  2. ২. শেষ যতই নিকটে,

    দয়া কমছে এই জগতে।

    তাই, যদি তার উদ্দেশ্য না বুঝি,

    সহজে অন্যের ভুল খুঁজি।

    অন্যকে শ্রেষ্ঠ হিসেবে ভাবা যে আজ বিরল খুবই।

    (কোরাস)

    শিশুর মতো, হৃদয় ভরি ভালোবাসায়।

    হই নম্র, সবার মধ্যে দেখি ভালোটাই।

    শিশুর মতো, হই সবসময় দয়ায় পূর্ণ।

    হই নম্র, না করি বৈষম্য কখনো।

    হই শিশুর মতো।

    (ব্রীজ)

    হই পরিপক্ক

    যিহোবার সেবায়,

    আর বিশেষ সুযোগ

    পেয়ে হই কৃতজ্ঞ।

    তবে সতর্ক,

    এই জগৎ গর্বিত,

    তাই, হতে চাই নম্র শিশুর মতো।

    (কোরাস)

    শিশুর মতো, হৃদয় ভরি ভালোবাসায়।

    হই নম্র, সবার মধ্যে দেখি ভালোটাই।

    শিশুর মতো, হই সবসময় দয়ায় পূর্ণ।

    হই নম্র, না করি বৈষম্য কখনো।

    হই শিশুর মতো।