সেই দিন দূরে নয় (২০২৩ সালের সম্মেলনের গান)
(হবক্কূক ২:৩)
ডাউনলোড করুন:
১. পৃ-থি-বী জু-ড়ে সৌন্-দর্-য ভ-রা!
নিঁ-খুত তো-মার কাজ, ধৈর্-য ধ-রে গ-ড়া।
বদ-লে গে-লেও সব, যাঃ তু-মি এক-ই।
আ-ছ অ-পে-ক্ষায়, ন-তুন কর-বে সব-ই।
(কোরাস)
আ-ছি এই প্র-ত্যা-শায়, প-রম-দেশ এ-ল প্রায়।
ধৈর্-য ধর-তে হও স-হায়।
নিশ্-চিত তো-মার-ই জয়, ঠিক যে-মন সূর্-যো-দয়।
লাগ-লে লা-গুক না স-ময়,
সেই দিন দূ-রে নয়।
২. পি-তা, তু-মি যে ফে-রা-বে জী-বন
উঠ-বে যে আ-বার তাই মৃ-ত প্রি-য়-জন।
তো-মার ম-তো আর ধৈর্-য নেই কা-রো।
তাই সেই ধৈর্-য দাও তো-মার ম-তো আর-ও।
(কোরাস)
আ-ছি এই প্র-ত্যা-শায়, প-রম-দেশ এ-ল প্রায়।
ধৈর্-য ধর-তে হও স-হায়।
নিশ্-চিত তো-মার-ই জয়, ঠিক যে-মন সূর্-যো-দয়।
লাগ-লে লা-গুক না স-ময়,
সেই দিন দূ-রে নয়।
৩. সৎ লো-কের ক্ষ-ত সা-রা-তে ক-ত
ধৈর্-য ধ-রে-ছ, মেষ-পা-ল-কের ম-তো।
তো-মার হাত ধ-রে যাই প্র-চার ক-রে।
এই কা-জে থাক-লে, যা-ব না যে স-রে।
(কোরাস)
আ-ছি এই প্র-ত্যা-শায়, প-রম-দেশ এ-ল প্রায়।
ধৈর্-য ধর-তে হও স-হায়।
নিশ্-চিত তো-মার-ই জয়, ঠিক যে-মন সূর্-যো-দয়।
লাগ-লে লা-গুক না স-ময়,
সেই দিন দূ-রে নয়।
ধৈর্-য ধর-তে হও স-হায়।
(আরও দেখুন কল. ১:১১)