সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সাহসী ইষ্টের

সাহসী ইষ্টের

ডাউনলোড

  1. ১. ইষ্টের যখন ছোট্ট মেয়ে,

    জীবন ছিল সরল।

    সে দাদার কাছে বড়ো হয়

    যার নাম যে মর্দখয়।

    হঠাৎ রাজা তাকে

    করে পারস্যের রানি।

    বাধ্য ইষ্টের পায়নি ভয়।

    এটাই শিখেছি:

    (কোরাস)

    আজ যেন দেখাই সাহস

    ছিল যেমন ইষ্টেরের।

    সে নিল পক্ষ যিহোবার—

    আমিও করব তাই!

    সবসময় থাকব বাধ্য,

    কথা শুনব বড়োদের।

    ইষ্টেরের মতো হয়ে

    সাহসী হব যে!

  2. ২. স্বামী ছিল মহারাজ,

    যিহোবার সেবক নয়।

    তাও স্বামীকে দেয় সম্মান,

    যা ভালো স্ত্রীর প্রমাণ।

    একদিন তার দাদা বলেন:

    “যাও, থামাও ষড়যন্ত্র।“

    বাধ্য ইষ্টের পায়নি ভয়।

    এটাই শিখেছি।

    (কোরাস)

    আজ যেন দেখাই সাহস

    ছিল যেমন ইষ্টেরের।

    সে নিল পক্ষ যিহোবার—

    আমিও করব তাই!

    সবসময় থাকব বাধ্য,

    কথা শুনব বড়োদের।

    ইষ্টেরের মতো হয়ে

    সাহসী হব যে!